কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন ইন্টার মিলান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিরোপা জিতল ইন্টার মিলান

শিরোপা জিতল ইন্টার মিলান

মাঠের লড়াইয়ে এগিয়ে ছিল জুভেন্টাস। স্তাদিও অলিম্পিয়াকোতে পরে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে ইন্টার মিলান। সঙ্গে ঘরে তুলেছে শিরোপা। ২০১১ সালের পর এই প্রথম কোপা ইতালিয়া জিতল ইন্টার।

ম্যাচের ৮০তম মিনিটে হাকান কালহানোগ্লুর পেনাল্টি গোলে সমতায় ফেরে ইন্টার। পরে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।

বিজ্ঞাপন

এক্সট্রা টাইমে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ইভান পেরিসিক। তাতেই অষ্টমবারের মতো ট্রফিটি মাথার ওপর উঁচিয়ে ধরে ইন্টার। 

নিকোলো বারেলার গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল অবশ্য ইন্টারই। কিন্তু অ্যালেক্স সান্দ্রো ও দুসান ভ্লাহোভিচের গোলে লিডিং পজিশনে যায় জুভেন্টাস। তাতে কোনো লাভ হয়নি। শেষ হাসি হাসে ইন্টার। 

বিজ্ঞাপন