যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস
‘মরুর বুকে বিশ্ব কাঁপে’নকআউট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কমলা বাহিনীর। বল ছিল তাদেরই নিয়ন্ত্রণে। তিন মিনিটের মাথায় এক বার যুক্তরাষ্ট্র আক্রমণ করে। ক্রিশ্চিয়ান পুলিসিচের শট বাঁচিয়ে দেন ডাচ গোলরক্ষক নোপার্ট। ১০ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোলটা হল দুর্দান্ত পাসিং ফুটবলের সৌজন্যে। দেপাই পাস বাড়িয়েছিলেন ডান দিকে ডামফ্রিসকে। গোললাইনের কাছ থেকে ডামফ্রিস ক্রস করেন বক্সের মধ্যে। অরক্ষিত অবস্থায় থাকা দেপাই বল জালে জড়াতে ভুল করেননি।
এরপর একের পর এক যুক্তরাষ্ট্রের বক্সে হানা দিতে থাকে নেদারল্যান্ডস। কিছুক্ষণ পরেই দেপাইয়ের পাস পেয়ে আক্রমণে উঠেছিলেন ব্লিন্দ। তার শট ক্রস বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ২১ মিনিটে ভার্জিল ফান ডাইকের পাস পেয়ে সুযোগ নষ্ট করেন দেপাই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। থ্রো-ইন থেকে বল পেয়ে আবার যুক্তরাষ্ট্রের রক্ষণকে ঘোল খাওয়ান ডামফ্রিস। এক ঝাঁক ডিফেন্ডারের মাঝ থেকে পাস বাড়ান অরক্ষিত থাকা ব্লিন্দকে। চলতি বলে শট নিয়ে গোল করেন ব্লিন্দ।
বিরতির পর ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। শুরুতেই তারা কর্নারও পায়। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন ওয়েস্টন ম্যাককেনি। কিন্তু সেটি বামদিক দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ৪৯ মিনিটে, ৫১ মিনিটে ও ৫৩ মিনিটে তিনটি সুযোগ তৈরি হয়। সেগুলো মিস করেন টিম রিয়েম, ওয়েস্টন ও পুলিসিক।
তবে ম্যাচের ৭৬ মিনিটে প্রথম গোলের দেখা পায় যুক্তরাষ্ট্র। কমায় গোল ব্যবধান। ক্রিস্টিয়ান পুলিসিকের কাছ থেকে বল পেয়ে ডানদিক থেকে কোণাকুনি শট নেন হাজী রাইট। বল দূরের পোস্ট দিয়ে জালে প্রবেশ করে। কিন্তু মিনিট পাঁচেক পর ব্যাবধান আরও বাড়ায় ডাচরা। ৮১ মিনিটে ডামফ্রিজের গোলে ব্যবধান হয় ৩-১। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।