সেনেগালকে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে হ্যারি কেনের দল

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রত্যাশিত মতোই সেনেগালকে হারিয়ে শেষ বিশ্বকাপের আটে উঠে গেল ইংল্যান্ড। হ্যারি কেনের দল রোববার রাতে জিতল ৩-০ গোলে। অধিনায়ক হ্যারি কেন ছাড়াও ইংল্যান্ডের হয়ে গোল করলেন জর্ডান হেন্ডারসন এবং বুকায়ো সাকা।

বিশ্বকাপে এর আগে সাত বার আফ্রিকার দেশের বিরুদ্ধে খেলেছে ইংল্যান্ড। তবে এই প্রথমবার সেনেগালের বিরুদ্ধে খেলল তারা। শুরুর দিকে সেনেগাল একটু তেড়েফুঁড়ে খেললেও গোল খেতেই গুটিয়ে গেল তারা। প্রথমার্ধেই দু’গোল করে ম্যাচ কার্যত শেষ করে দিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে তারা আরও একটি গোল করল। অ্যালিউ সিসের দলের পক্ষে সেই পরিস্থিতি থেকে ম্যাচে ফেরা সম্ভব ছিল না।

চার মিনিটের মাথায় ম্যাচের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ অবশ্য সেনেগালেরই। মিডফিল্ড থেকে বল পেয়ে ইংল্যান্ডের গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন বৌলায়ে দিয়া। কিন্তু হ্যারি ম্যাগুয়ের এসে বল ক্লিয়ার করে দেন। ইংল্যান্ড বল রাখছিল নিজেদের পায়ে। সেই সঙ্গে দুই দিকের উইং ধরে আক্রমণ করছিলেন বুকায়ো সাকা এবং জুড বেলিংহ্যাম। রাহিম স্টার্লিংকে এ দিনের ম্যাচে রাখা হয়নি। প্রথম ২০ মিনিট ইংল্যান্ডের ফুটবলারদের পায়ে ৭০ শতাংশ বল ছিল।

ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। হ্যারি কেন মিডফিল্ড থেকে বল পেয়ে বাঁ দিকে বাড়িয়ে দেন বেলিংহ্যামকে। তিনি বেশ কিছুটা সামনে এগিয়ে পাস দেন হেন্ডারসনকে। বাঁ পায়ে চলতি বলেই শট নিয়ে গোল করেন হেন্ডারসন। ৩২ বছর ১৭০ দিন বয়সে হেন্ডারসন বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় প্রবীণতম গোলদাতা হলেন।

গোল পেয়েই আগ্রাসী হয়ে ওঠে ইংল্যান্ড। দু’মিনিট পরে সাকার শট বারের উপর দিয়ে উড়ে যায়। ৪৩ মিনিটে এগিয়ে যেতে পারত ইংল্যান্ড। বাঁ দিকে লুক শ একটু বেশি বলটি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ফলে ঠিকঠাক ক্রস রাখতে পারেননি। তবে বিরতির আগেই দ্বিতীয় গোল হয়ে যায় ইংল্যান্ডের। প্রতি আক্রমণের আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে এই গোল।

এ বারের বিশ্বকাপে প্রথমার্ধে যেখানে বেশির ভাগ দলই গোল দিতে পারছে না, সেখানে ব্যতিক্রম একমাত্র ইংল্যান্ড। গত চারটি ম্যাচে পাঁচটি গোল করেছে তারা প্রথমার্ধে। ৫৬ মিনিটে হ্যারি কেন ৩০ গজ দূর থেকে শট মেরেছিলেন। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটেই তৃতীয় গোল করে ইংল্যান্ড। হ্যারি কেন বল হারালেও তা পেয়ে যান ফোডেন। বাঁ দিক ধরে দৌড়তে থাকেন। বক্সে ক্রস ভাসানোর পর প্রথম পোস্ট দাঁড়িয়ে থাকা সাকা অনায়াসে সেনেগাল গোলকিপার এডুয়ার্ড মেন্ডির মাথার উপর দিয়ে বল জালে জড়ান।

তিনটি গোল খেয়ে যাওয়ার পরে সেনেগালের খেলাতেও পাল্টা লড়াই দেওয়ার কোনও মনোভাব দেখা যায়নি।

   

সোহান বললেন, বিশ্বকাপে ভালো কিছুই হবে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল। তবে বাংলাদেশের ম্যাচ আরও দু’দিন পর। আগামী শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। তার ঠিক আগে বাংলাদেশকে নিজের সমর্থন জানালেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

সবশেষ নিউজিল্যান্ড সিরিজেও দলে ছিলেন তিনি। খেলেছেন প্রথম ম্যাচে। তবে পরের দুই ম্যাচে জায়গা হয়নি দলে। এরপর বিশ্বকাপের স্কোয়াডেও ছিল না তার নাম।

নিজে দলে না থাকলেও দলের প্রতি সমর্থনটা জানাতে ভোলেননি সোহান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমরা মাঠে যখন ১১ জন খেলতে নামি তখন আমাদের পরিচয় থাকে একটাই - বাংলাদেশের প্রতিনিধি। এবারের বিশ্বকাপে যে ১৫ জন ক্রিকেটার বাংলাদেশের প্রতিনিধি হয়ে খেলতে গিয়েছে তাদের সবার জন্য দু'য়া এবং শুভকামনা।’

মাঠে নামলে প্রতিদিন জেতা সম্ভব নয়। তবে জোরাল সমর্থন পেলে সবই সম্ভব, অভিমত সোহানের। সে কারণেই তিনি সবাইকে আহ্বান জানালেন দলকে সমর্থন যোগানোর।

তার কথা, ‘হয়তো সবাই প্রতিদিন ভালো খেলবেনা, কিন্তু মাঠের বাইরে থেকে আমরা যদি আমাদের পূর্ণ সমর্থন দেই তাহলে মাঠের ১৫ জনের জন্য সবকিছু অনেক সহজ হবে এবং তাদের শতভাগ দিয়ে খেলতে পারবে। তাই চলুন আমরা আমাদের দলকে সমর্থন করার মাধ্যমে একটা পজিটিভ ভাইব তৈরি। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।’

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

আল হিলালে নেইমারের প্রথম গোল



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই যেন নেইমার বাজে সময় পার করছিলেন। শুরুতে চোটে পড়েছিলেন। সে চোট কাটিয়ে ফিরলেন যখন, গোল করা ভুলেই গেলেন যেন। সবশেষ ম্যাচে তো পেনাল্টিও মিস করে বসেছিলেন। ৪ ম্যাচ হয়ে গিয়েছিল, কিন্তু গোলের দেখা পাচ্ছিলেনই না তিনি।

সে খরা অবশেষে কাটল। আল হিলালের হয়ে পঞ্চম ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন ব্রাজিলিয়ান এই তারকা। তার গোলে আল হিলাল ইরানি ক্লাব নাসাজি মেজান্দারানকে হারিয়েছে ৩-০ গোলে।

গত রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আল হিলাল নেমেছিল নাসাজির মাঠে। সেখানে আলেক্সান্ডার মিত্রোভিচের গোলে ১৮ মিনিটেই এগিয়ে যায় নেইমারের দল। এরপর প্রথমার্ধ বিরতির একটু আগে দুই দলই পরিণত হয় দশ জনের দলে। আল হিলালের অধিনায়ক সালমান আল ফারাজ আর নাসাজির আমির মুহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এরপরও অবশ্য আল হিলালের জিততে কোনো সমস্যা হয়নি। নেইমার গোল করেন ম্যাচের ৬৮ মিনিটে। শেষ সময়ে এসে সালেহ আল শেহরি। সব মিলিয়ে তিন গোলের এই জয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আল হিলাল।

 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এশিয়ান গেমস ক্রিকেটে আজ মাঠে নামবে বাংলাদেশ। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ খেলবে বার্সেলোনা, এসি মিলান, ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো দল। সব খেলার সূচি দেখে নেওয়া যাক এক নজরে...

এশিয়ান গেমস ক্রিকেট
বাংলাদেশ-মালয়েশিয়া
দুপুর ১২টা, সনি স্পোর্টস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
আতলেতিকো-ফেইনুর্দ
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ১
ডর্টমুন্ড-এসি মিলান
রাত ১টা, সনি স্পোর্টস ১
লাইপজিগ-ম্যান সিটি
রাত ১টা, সনি স্পোর্টস ২
পোর্তো-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ৫
নিউক্যাসল-পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস ৩

 

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;

প্রথমবারের মতো জাতীয় যুব সাভাতে



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামীকাল বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে, ‘ওয়ালটন প্রথম জাতীয় যুব সাভাতে প্রতিযোগিতা-২০২৩।’ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্যন্ত।

মঙ্গলবার (৩ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ প্রেস কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় এই তথ্য। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাভাতে ডেভেলপমেন্ট কমিশন বাংলাদেশের চেয়ারম্যান শিফু দিলদার হাসান দিলু ও বাংলাদেশ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও বিভিন্ন জেলা ও বিভাগীয় দলের হয়ে মোট ৩২৭ জন প্রতিযোগী ও কর্মকর্তা অংশ নেবেন। প্রতিযোগীরে বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। তারা ২৬টি স্বর্ণ পদকের জন্য লড়াই করবে।

সাভাতে মূলত ফ্রান্সের খেলা। মার্শাল আর্ট সাভাতে অপ্রচলতি হলেও খেলাটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে। এশিয়ান সাভাতে প্রতিযোগিতায় বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল, চ্যাম্পিয়ন হয় ইরান। অলিম্পিকে বাংলাদেশ যদি খেলা সুযোগ লাভ করে তাহলে পদক পাওয়ার ব্যাপারে কাবাডির পর সাবাতে আশাবাদী। ২০১৯ সালে সাভাতে অ্যাসোসিয়েসন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে।

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’

;