জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে প্রথমবারের মত অতিরিক্ত সময়ে গড়ায় নকআউট পর্বের কোনো ম্যাচ। তবে সেখানেও ম্যাচের ফল বের না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ক্রোয়েশিয়া-জাপান ম্যাচ। সেখানে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

এর আগে দুর্দান্ত খেলা উপহার দিয়ে জাপান-ক্রোয়েশিয়া দুই দলই এক গোল করে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে।

বিজ্ঞাপন

এর আগে, ম্যাচের ৪৩ মিনিটে কর্নার পায় জাপান। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে পায়ে লেগে চলে যায় জাপানের ডাইজেন মায়েদার কাছে। তিনি কাছ থেকে শট নিয়ে বল জালে পাঠালে লিড পায় সামুরাই ব্লুরা।

ম্যাচের ৫৫ মিনিটে সমতা ফিরে ক্রোয়েশিয়া। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে জালে পাঠান ইভান পেরিসিক। তাতে ম্যাচে ফেরে সমতা।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে ফলাফল ছিল ১-১। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও ম্যাচের ফল অমীমাংসিত থাকে ফলে টাইব্রেকারে চলে যায় ম্যাচ। পেনাল্টি শুটআউটে জাপানকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। দুর্দান্ত কিছু সেভ করেছেন তাদের গোলরক্ষক লিভাকোভিচ।