মেসিকে ছাড়াই হেসে খেলে বলিভিয়া-জয় আর্জেন্টিনার



বার্তা২৪ স্পোর্টস
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আর্জেন্টিনার নতুন প্রজন্মের খেলোয়াড়রা চাইলে টিপ্পনী কেটে বলতেই পারেন, ‘এই তোমাদের এস্তাদিও এর্নান্দো সাইলেস?’ আকাশি সাদারা যেভাবে খেলেছে বলিভিয়ার লা পাজে, তাতে কথাটা ওঠাটাও নিছক অমূলক কিছু নয়। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রেখে, স্কোরলাইনে তার প্রতিফলন রেখে ম্যাচটা শেষ করেছে ৩-০ গোলে। ম্যাচ জয়ের মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছে আরও একটা বিষয়, চোটের কারণে যে এদিন লিওনেল মেসি ছিলেনই না স্কোয়াডে! তাকে ছাড়াও আর্জেন্টিনা জিতেছে হেসে খেলেই।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১২০০০ ফুট ওপরে অবস্থান এস্তাদিও এর্নান্দো সাইলেসের। এ বিষয়টাই লাতিন আমেরিকার বাকি নয় দল থেকে আলাদা করে দেয় বলিভিয়াকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অক্সিজেন সিলিন্ডার মুখে ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে বুঝিয়ে দিতে চাইছিলেন এ বিষয়টাই। এই একটা কারণেই বাইরে যেমনই খেলুক বলিভিয়া, ঘরের মাঠে এলেই হয়ে যায় রীতিমতো অপ্রতিরোধ্য। ঘরের মাঠের দর্শকের সমর্থনের বিষয়টা হয়ে যায় উপরি পাওনা!
এত কিছু তো আছেই। সঙ্গে যোগ করুন আগের রাতে আর্জেন্টিনার টিম হোটেলের সামনে বলিভিয়ানদের সমর্থকদের আতশবাজি ফোটানোকে। মানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইনদের ‘যত্নআত্তি’ টা ভালোভাবেই করেছে বলিভিয়া।
আলবিসেলেস্তেরা তার জবাব দিয়েছে মাঠের খেলায়। শুরুর ৩০ মিনিটে অবশ্য আর্জেন্টিনা অগোছালো ছিল বেশ। তবে উচ্চতার সঙ্গে মানিয়ে নিল যখন, এরপরই সুযোগ এসেছে সময়ে সময়ে। গোছানো আক্রমণ দেখা গেল ম্যাচের বয়স যখন আধঘণ্টা পেরোলো, প্রথম গোলটা এল তখনই। ডান পাশ থেকে আক্রমণে ওঠা আনহেল দি মারিয়া সময় বুঝে নিচু ক্রস করেন বক্সের মাঝে। যা দুই ডিফেন্ডারের ফাঁক গলে খুঁজে পায় লেট রান নিয়ে বক্সে চলে আসা এনজো ফের্নান্দেজকে। পা ছুঁইয়ে তিনি বলটা জড়ান স্বাগতিকদের জালে। ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ম্যাচের পর আবারও ফের্নান্দেজ পান গোলের দেখা। আর্জেন্টিনাও এগিয়ে যায় ১-০ গোলে।
৩৯ মিনিটে আর্জেন্টিনার কাজটা আরও সহজ হয়ে যায় বলিভিয়া দশ জনের দলে পরিণত হয়ে পড়লে। ক্রিশ্চিয়ান রোমেরোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বসেন রবের্তো ফের্নান্দেজ। আর্জেন্টিনা ব্যবধানটা দ্বিগুণ করে এর একটু পরেই, প্রথম গোলের মতো এ গোলের যোগানও দিয়েছেন ওই দি মারিয়াই। বক্সের অনেক বাইরে ফ্রি কিক পায় আকাশি-সাদারা। দি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান নিকলাস তালিয়াফিকো।
আর্জেন্টিনা তিন গোল নিয়েই বিরতিতে যেতে পারত। এনজোর বাড়ানো বলটা ঠিকঠাক আয়ত্বেই নিতে পারেননি আলভারেজ। তাতে দুই গোলে সন্তুষ্ট হয়েই বিরতিতে যেতে হয় আর্জেন্টিনাকে।
সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে খেলা, তা বোঝা গেল প্রথমার্ধ বাঁশি বাজার একটু আগে। আর্জেন্টাইন সবার কোমড়ে হাত, নুয়েও পড়েছিলেন অনেকে। তবে সে বাঁধা এড়ানোর জন্য যা করা দরকার, বিরতির আগেই সবটুকু করে রেখেছিলেন দি মারিয়ারা।
দ্বিতীয়ার্ধে তাই আকাশি সাদারা খেলেছে রয়ে সয়ে, গোল না হজম করলেই তো হলো! সে কাজটা তো আর্জেন্টিনা সেরেছেই, সঙ্গে দ্বিতীয়ার্ধে পেয়ে গেছে আরও এক গোলের দেখাও। আগুনে এক শটে ৮২ মিনিটে স্কোরশিটে নাম লেখান নিকলাস গনজালেজ। আর্জেন্টিনাও লা পাজ ছাড়ে ৩-০ ব্যবধানের এক জয় নিয়ে।
জয়ের মাহাত্ম্যটা আরও বাড়িয়ে দেয় এ মাঠে আকাশি-সাদাদের অতীত ইতিহাস। গেল বিশ্বকাপের বাছাইয়ে পিছিয়ে পড়েও আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে। তার আগের তিন বিশ্বকাপ বাছাইপর্বে এক ড্রয়ের বিপরীতে হেরেছিল দুই ম্যাচে। ফলে এ মাঠে আর্জেন্টিনা জয় পায়নি ১৫ বছর ধরে। স্কালোনির হাত ধরে সে বাঁধা এড়ানোর পর এবার টানা দ্বিতীয় জয়ও তুলে নিল বিশ্বচ্যাম্পিয়নরা। তাও আবার মেসিকে ছাড়াই। বিশ্বের অন্যতম কঠিন এক পরিবেশে, দলের প্রাণভোমরাকে ছাড়াই এমন দাপুটে জয়, তাতে বাকিদের প্রতি একটা বার্তাও দেওয়া হয়ে গেল বৈকি!

   

ফখর-রিজওয়ানের তাণ্ডবে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না বাবর আজমদের কাছে। জয় ছিনিয়ে নিতেই মাঠে নেমেছিল সফরকারীরা সেটি তাদের পারফরম্যান্সই বলে দেয়। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। এতে সিরিজে ১-১ সমতা ফেরাল তারা।

ডাবলিনে এদিন টসে জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক বাবর। ওপেনিং জুটির ব্যর্থতার পর দলের হাল আইরিশ উইকেটরক্ষক ব্যাটার লর্কান টাকার। খেলেন ৩৪ বলে ৫১ রানের দারুণ এক ইনিংস। শেষে গ্যারেথ ডেলানির ১০ বলে ২৮ রানের ক্যামেও ইনিংসের পর আয়ারল্যান্ডের দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯৩ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ওপেনার সাইম আইয়ুব ও দ্বিতীয় ওভারে অধিনায়ক বাবর আজম সাজঘরে ফেরত যান। পাকিস্তানকে চাপে ফেলার পথেই ছিল স্বাগতিক বোলাররা। তবে পাকিস্তানের আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান যেন ছিলেন অন্য মেজাজে। উইকেটের আরেক প্রান্তে ফখর জামানকে সঙ্গে নিয়ে গড়েন ১৪০ রানের জুটি।

মূলত রিজওয়ান-ফখর জুটির তাণ্ডবেই ম্যাচ ফসকে যায় স্বাগতিকদের হাত থেকে। শেষে ফখর সাজঘরে ফেরত গেলে ১০ বলে ৩০ রানের ঝোড়ো একটি ইনিংস খেলার মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে নেন আজম খান। ৪৬ বলে অপরাজিত ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার মাধ্যমে ম্যাচসেরা হন রিজওয়ান।

সিরিজে নির্ধারনী ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায়।

সংক্ষিপ্ত স্কোরঃ

আয়ারল্যান্ডঃ ১৯৩/৭ (২০ ওভার); টাকার ৫১, ডেলানি ২৮*; শাহিন ৩-৪৯, আব্বাস ২-৩৩।

পাকিস্তানঃ ১৯৫/৩ (১৬.৫ ওভার); ফখর ৭৮, রিজওয়ান ৭৫*; হোয়াইট ১-৩৯, গ্রাহাম ১-৩২।

ফলাফলঃ পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরাঃ মোহাম্মদ রিজওয়ান।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল

গুজরাট-কলকাতা
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ইংলিশ প্রিমিয়ার লিগ

অ্যাস্টন ভিলা-লিভারপুল
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-সোসিয়েদাদ
রাত ১টা, র‍্যাবিটহোল

;

দিল্লিকে উড়িয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলেন কোহলিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টানা পঞ্চম জয়ে প্লে-অফের সূক্ষ্ম সম্ভাবনা জিইয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফর্মের তুঙ্গে থাকা দক্ষিণ ভারতের দলটির সামনে টিকতেই পারল না। মন্থর ওভাররেটে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করতে থাকা অধিনায়ক রিশাভ পান্তকে ছাড়া খেলতে নেমে বেঙ্গালুরুর কাছে ৪৭ রানে হারল দিল্লি। 

এই জয়ে ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে বেঙ্গালুরু। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট থাকলেও নেট রানরেটে পিছিয়ে ছয়ে ক্যাপিটালস।

বেঙ্গালুরু মাঠে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। ইনিংস শুরু করতে নেমে ২৭ রান করেন কোহলি। মিডল অর্ডার ব্যাটার রজত পতিদারের ফিফটির সঙ্গে উইল জ্যাকসের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে লড়াকু স্কোরের ভিত পেয়ে যায় বেঙ্গালুরু। ৫২ রান আসে পতিদারের ব্যাট, ৪১ রানে থামেন ইংলিশ ব্যাটার জ্যাকস।

ক্যামেরন গ্রিনের ২৪ বলে ৩২ রানের কার্যকরী ক্যামিওতে ফুলেফেঁপে ওঠে বেঙ্গালুরুর সংগ্রহ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে তারা। দিল্লির পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রাসিখ সালাম এবং খলিল আহমেদ।

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে দিল্লি। ৩০ রানে ৪ ব্যাটারকে হারায় তারা। মিডল অর্ডারকে ব্যাট করতে নেমে একাকী লড়াই চালান পান্তের জায়গায় দিল্লির অধিনায়কত্ব করা অক্ষর প্যাটেল। তবে তার ৩৯ বলে ৫৭ রানের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত কাজে লাগেনি।

ইয়াশ দয়াল-লকি ফার্গুসনদের সামনে মুখ থুবড়ে পড়েছে দিল্লির ব্যাটিং। ১৯.১ ওভারে ১৪০ রানে গুটিয়ে গেছে তারা। ২০ রান খরচায় তিন উইকেট নেন দয়াল, দুই উইকেট যায় ফার্গুসনের ঝুলিতে।

ব্যাট হাতে ৩২ রানের কার্যকরী ইনিংস, পাশাপাশি বোলিংয়ে এসে ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট ও ফিল্ডিংয়ে একটি রানআউট করে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।

;

আতহারের বিশ্বকাপ দলে জায়গা হয়েছে যাদের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে বেশ কয়েকটি দল এরই মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনো দল চূড়ান্ত করতে পারেনি। যদিও শোনা যাচ্ছে, ১৫ জনের দল চূড়ান্ত করে আইসিসির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে, দুয়েকদিনের মধ্যে ঘোষণাও হতে পারে। তবে তাসকিন আহমেদের চোট এবং আরও দুয়েকজন খেলোয়াড়কে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় বাংলাদেশের বিশ্বকাপ দল পেতে অপেক্ষা আরও বাড়তে পারে।

তবে বিসিবির আগেই দেশের ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ এবং আন্তর্জাতিক ধারাভাষ্যকার আতহার আলী খান বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে তার প্রেডিকশন দিয়েছেন। বিশ্বকাপে ১৫ জনের বেশি স্কোয়াডে রাখার সুযোগ না থাকলেও একজন বাড়তি বোলারসহ বিশ্বকাপের রিজার্ভ তালিকায়ও কারা থাকছেন সেই নামের তালিকাও দিয়েছেন তিনি। সব মিলিয়ে এই সংখ্যাটা ১৯ জনের।

আতহারের পনেরো জনের বিশ্বকাপ দলে আছেন লিটন দাস। যদিও তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম নিয়ে সমালোচনার অন্ত নেই। লিটনকে দলে রাখা নিয়ে আতহারের মত, ‘লিটন অনেক ভালো খেলোয়াড়। মানছি সে ফর্মে নেই। কিন্তু আমার মতে সে ফর্মে ফেরা থেকে মাত্র এক ইনিংস দূরে দাঁড়িয়ে আছে। আমি নিশ্চিত লিটনের মতো ক্যালিবারের ব্যাটারকে ছাড়া বাংলাদেশ বিশ্বকাপে যাবে না।’

ওপেনার হিসেবে আতহারের অন্য দুই পছন্দ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলীকে দিয়ে মিডল অর্ডার সাজিয়েছেন আতহার। স্পিন বিভাগে রেখেছেন অফস্পিনার শেখ মেহেদি হাসান ও লেগস্পিনার রিশাদ হোসেনকে।

আতহারের পেস ব্যাটারিতে জায়গা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। এছাড়া তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের মধ্যে যে কোনো একজন হয়তো জায়গা পাবেন বলে মত তার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে এই সাবেক ক্রিকেটারের পছন্দ মোহাম্মদ সাইফুদ্দিন।

আতহার আলী খানের বিশ্বকাপ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তানজিদ হাসান তামিম, লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/হাসান মাহমুদ।

রিজার্ভ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান

;