মাশরাফির কাছে মেসি পৃথিবীর সব পাওয়া মানুষদের একজন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ফুটবল দলের অনেক বড় ভক্ত মাশরাফি বিন মর্তুজা। যার প্রমাণ মিলেছে অনেকভাবেই। আলবিসেলেস্তেদের যেকোনো শিরোপার জয়ের উল্লাসে মেতেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কও। তবে এবারের কোপায় আর্জেন্টিনার জয়ের পর উচ্ছ্বাসের মাত্রা অন্য এক উচ্চতায় নিয়ে গেলেন মাশরাফি। 

এ নিয়ে সবশেষ তিন বছরে আর্জেন্টিনা শিরোপা জিতল মোটে চারটি। ২০২১ কোপা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপের এবার ২০২৪ কোপার শিরোপা। এতেই যেন আর্জেন্টিনার ভক্ত হিসেবে  ফুটবলের সবকিছু দেখা হয়ে গেছে মাশরাফির। বাকি নেই কিছুই। 

বিজ্ঞাপন

আর্জেন্টিনার ফাইনাল জেতার কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে মাশরাফি লিখেন, ‘ভামোস আর্জেন্টিনা। তোমরা যা দেখিয়েছো শেষ তিন বছরে, তাতে আমার এই জীবনে ফুটবল থেকে আর কিছু দেখার নাই।’ 

আর্জেন্টাইন ভক্ত হিসেবে মাশরাফির সব চাওয়াটা শেষ হয়েছিল আরও দুই বছর আগেই। মেসিরা যখন উঁচিয়ে ধরে বিশ্বকাপের শিরোপা। ‘আর কিছু জিততে দেখার বাকি নাই, সত্যিই নাই। আজ প্রথম কোপার একটা ম্যাচ দেখলাম তাও হাফ টাইম, ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। পরে হুমায়রা ডেকে দিলে শেষ অর্ধেক দেখেছি। আসলেই বিশ্বকাপ জিতার পর সব চাওয়া ওখানেই শেষ হয়ে গেছে, ঐ কাপটাই একবার জেতা দেখতে চেয়েছিলাম।’ 

বিজ্ঞাপন

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ডি মারিয়া। ম্যাচ শেষে জানান এমন স্বপ্নের বিদায়ই চেয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গে সুর মেলালেন মাশরাফিও। ‘আজ অবশ্য ডি মারিয়ার জন্য জয়টা দরকার ছিলো। পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতারো এই কোপায় সর্বোচ্চ গোল করে ফেললো, তাও ফাইনালসহ যেখানে আবার মেসি নেই। আর্জেন্টিনা এখন মেসিবিহীনও দারুণ দল সেটা আবারও করে দেখালো।’

এদিকে মাশরাফির কাছে মেসি পৃথিবীর সব পাওয়া মানুষদের একজন। ‘লিও এ পৃথিবীর সম্ভবত সব পাওয়া একজন মানুষ। সেটা আজ আরও একটু ভারি হলো। স্কালোনি এখন পকেটে কয়েক কোটি ডলারের অফার নিয়ে ঘুমাতে যায়। তরুণ খেলোয়ার গুলো তো এই বয়সেই প্রায় সব জিতে নিলো। আর,আনহেল দি মারিয়া আপনাকে আবারও কুর্নিশ। আপনার জন্মই হয়েছে সব সময়ই বড় ম্যাচের জন্য। আপনার বিদায় এ ভাবেই হওয়া উচিত ছিলো।’