রাওয়ালপিন্ডির ভেজা আউটফিল্ডের কারণে টসে বিলম্ব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে যাওয়ার কথা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টটি। সেখানে টস হওয়ার কথা ছিল ১১টায়। তবে রাওয়ালপিন্ডির ভেজা আউটফিল্ডের কারণে টস নির্ধারিত সময় থেকে অন্তত পিছিয়ে গেল এক ঘণ্টা। স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় ১২টা) পুনরায় মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর জানা যাবে ম্যাচ শুরুর সময়।

এর আগে স্থানীয় সময় ১০টায় দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আদ্রিয়ান হোল্ডস্টক গিয়েছিলেন মাঠ পরিদর্শনে। তবে মাঠ তখনও ভেজা থাকায় এক ঘণ্টা পর আরও একটি পরিদর্শনের সেশন ডাকেন তারা।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে গত রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টি কিছুটা ছিল সকালের দিকেও। এতেই দীর্ঘ সময় পর বৃষ্টি থামায় আউটফিল্ড শুকনো লাগছে বাড়তি সময়।

এদিকে টেস্ট শুরুর দুই দিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান। একাদশে চার পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। একমাত্র স্পিনার হিসেবে আছেন সালমান আলী আঘা,যদিও তিনি পরিচিত পার্ট টাইম স্পিনার হিসেবেই।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ:

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শাহজাদ, মোহাম্মদ আলি, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি।