ভারতকে ২৩১ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা 

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দলীয় বোলিং নৈপুণ্যের দারুণ এক নজির মিলল শ্রীলঙ্কা-ভারত সিরিজের প্রথম ওয়ানডেতে। আগে ব্যাট করতে নামা লঙ্কানরা ১০১ রানের হারিয়ে বসে ৫ উইকেট। সেখানে মজার বিষয় হলো পাঁচটি উইকেট নিয়েছেন ভারতের পাঁচজন বোলার মিলে। এতে সম্ভাবনা জেগেছিল স্বাগতিকদের দ্রুতই গুটিয়ে যাওয়ার। তবে ইনিংসের শেষ অর্ধে সিরাজ-কুলদীপদের দারুণ চ্যালেঞ্জ জানালেন টেল এন্ডের ব্যাটার দুনিথ ভেল্লালেগে। খেলেন ৬৫ বলে ৬৭ রানের অপরাজিত এক ইনিংস। এতেই শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলঙ্কা। 

এর আগে টি-টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো যায়নি স্বাগতিকরা। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তারই সূত্র ধরে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না লঙ্কান টপ-অর্ডাররা। 

বিজ্ঞাপন

কলম্বোতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সেখানে শুরুতেই চাপে পড়ে লঙ্কানরা। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার আভিশকা ফার্নান্দো। 

পরে কুশল মেন্ডিসকে নিয়ে চাপ কাটিয়ে উঠার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন আরেক ওপেনার পাতুম নিসাঙ্কা। তবে দলীয় বোলিং নৈপুণ্যের সামনে পুরো নাজেহাল টপ-মিডল অর্ডাররা। ১০১ রানের তারা হারায় ৫ উইকেট। যেখানে ৫৬ রানই ছিল নিসাঙ্কার একার। 

পরে দ্বিতীয় অংশে থিতু হন ভেল্লালাগে। এবং তার সময় উপযোগী ৬৭ রানের দারুণ এক ইনিংসে চড়েই শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং পুঁজি পায় শ্রীলঙ্কা।