ক্রিকেট বোর্ডে যোগ্য লোকদের আনতে বললেন ফাহিম

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের প্রত্যেক ক্ষেত্রেই পরিবর্তন এবং সংস্কার করার প্রত্যয়ে কাজ শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সদ্যই যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশ্বাস দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আনার। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে বিসিবিতে একাধিক পরিবর্তন দরকার। এমনটা বলেছেন বাংলাদেশের প্রবীণ কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে এ দেশের ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি বড় সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। যেগুলো অতি দ্রুত সংস্কার কিংবা পরিবর্তন প্রয়োজন। তাহলেই কেবল এগিয়ে যাবে দেশের ক্রিকেট।

বিজ্ঞাপন

নিজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের একটি রূপরেখা সাজিয়েছেন ফাহিম। অভিজ্ঞ এই কোচ বলেন, ‘এই রূপরেখা নিয়েই তো আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। অনেক জায়গায় আমরা পিছিয়ে আছি অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

ক্রিকেট বোর্ডের দায়িত্বে বর্তমানে যোগ্য লোকের অভাব দেখছেন নাজমুল আবেদীন ফাহিম। তার মতে, যারা সত্যিকার অর্থে কাজ করতে চান তাদের সুযোগ দেয়া হচ্ছে না। সুযোগ পেলে দেশের ক্রিকেট আরও অনেকদূর উন্নতির সঙ্গে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি।

বিসিবির নানা অনিয়ম সম্পর্কে কথা বলতে এবং সংস্কার করতে প্রবীণ এই কোচ সম্ভব হলে বসতে চান বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফের সঙ্গেও।

‘বোর্ডে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে অবশ্যই অংশগ্রহণ করব। আমি যদি আনুষ্ঠানিক কিছু করি তাহলে নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেনসিভ একটা রূপরেখা নিয়ে আসতে। উপদেষ্টারা চান সিস্টেমটাকে ঠিক করতে। যারা সিস্টেম ভালোভাবে চালাতে পারবেন, তিনিই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখেন।’

সরকার পতনের পরই গা ঢাকা দিয়েছেন বোর্ডের সভাপতিসহ একাধিক পরিচালক এবং বিসিবি কর্মকর্তাদের অনেকেই। তাদের তীব্র সমালোচনা করে ফাহিম বলেছেন, ‘তারা যদি ক্রিকেটের সত্যিকার অর্থেই সেবক হতেন, তাহলে কিন্তু তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন। তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সে এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। আমরা দেখেছি, ক্রিকেটের কী হয়েছে। ক্লাব ক্রিকেট বলি, পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে।’

অভিজ্ঞ এবং যোগ্য লোকদের ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে ফাহিম বলেন, ‘আমাদের দেশে ও দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ। তাদের নিয়ে যদি কিছু চিন্তা-ভাবনা করা হয়, তাহলে তারা তাদের মতো করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার চেষ্টা করবে। কারণ তারা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানেই একটা প্রিভিলেজ। তারা এটাকে দায়িত্ব হিসেবে নেবে। এখানে আমরা অনেক সেলিব্রেটিকে দেখতে পাই। কাজের মানুষদের দেখি না।’

দেশের ক্রিকেটের উন্নতি করতে হলে সঠিক নেতৃত্ব প্রদান বড় ভূমিকা পালন করে বলে তিনি মনে করেন, ‘নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলো এমনিতেই চ্যানেলাইজ হয়ে যায়। আমরা তো চাই এমন একটা বোর্ড হোক, যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় স্বপ্ন থাকবে। সে জন্য স্বচ্ছতা বা জবাবদিহি থাকা প্রয়োজন। সেরকম অনেক মানুষই আমাদের দেশে আছেন কিন্তু তারা কাজ করার কোনো সুযোগই পাননি।’