শরিফুলদের পেস দাপটের পর চাপ সামলে এগোচ্ছে পাকিস্তান 

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের পেস তোপে রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা দারুণ পেয়েছিল বাংলাদেশ। ১৬ রানের মধ্যেই স্বাগতিকরা হারিয়ে বসে টপ-অর্ডারের তিন উইকেট। তবে সাইম আইয়ুব ও সৌদ শাকিলে চড়ে সেই চাপ অনেকটাই সামলে উঠার পথে পাকিস্তান। চা বিরতিতে যাওয়ার আগে ২১ ওভার শেষে ৩ উইকেটে ৮১ রান তুলেছে স্বাগতিকরা। 

৪২ রানে অপরাজিত আছেন ওপেনার সাইম। এদিকে ২৮ রানে ব্যাট করেছেন শাকিল। 

বিজ্ঞাপন

এদিকে বৃষ্টিতে লম্বা বিলম্বের পর টসে জিতে বোলিংয়ে শুরুটা স্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। দলীয় ৩ রানের মাথায় ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। পরে দুই রানের ব্যবধানে অধিনায়ক শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজমের উইকেট তোলেন শরিফুল। শুরুর তিনজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে। যেখানে বাবর তো রানের খাতাই খুলতে পারেননি। 

তবে সময় নিয়ে পিচে থিতু হন সাইম ও শাকিল। চা বিরতিতে যাওয়ার আগেই তাদের জুটি দাঁড়ায় ৬৫ রানের। 

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ের পুরো চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় প্রথম দিনের খেলা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে আজ (বুধবার) খেলা হবে ৪৮ ওভারে। যার জন্য নির্ধারিত সময় রাখা হয়েছে সন্ধ্যা ৭টা পর্যন্ত। তবে ওভার শেষ হওয়া সাপেক্ষে দিনের খেলা বাড়তে পারে আরও আধা ঘণ্টা।