দিনের শুরুটা বাংলাদেশের, শেষটা পাকিস্তানের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুরুতে দাপট ছিল বাংলাদেশের বোলারদের   ছবি: পিসিবি

শুরুতে দাপট ছিল বাংলাদেশের বোলারদের ছবি: পিসিবি

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। বৃষ্টি ও মাঠ ভেজার কারণে দীর্ঘ সময় পর প্রথম দিনের খেলা শুরু হতেই দেখা মিলেছিল বাংলাদেশের চমক। স্বাগতিকরা ১৬ রান তুলতেই বাংলাদেশ তুলে নেয় নেয় ৩ উইকেট। কিন্তু এরপরের সময়টুকু পাকিস্তানের।

টেস্টের প্রথম দিনটা মন্দ কাটেনি দুই দলের। আজ বুধবার টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তান ১ম ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান।

বিজ্ঞাপন

চা বিরতির আগে টস করতে নেমে হাসিমুখ ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। শুরুতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান তিনি। তারপর নতুন বলে স্বাগতিকদের বিপাকে ফেলে দেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদরা। যদিও চাপ সামলে সাইম আইয়ুব, সাউদ শাকিলরা দেখালেন পথ।

প্রথম দিনের ৪১ ওভারে পাকিস্তানের তুলল ৪ উইকেটে ১৫৮ রান। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত শাকিল। মোহাম্মদ রিজওয়ান ৩১ বলে ২৪ রানে অপরাজিত। 

বিজ্ঞাপন

শাকিল অপরাজিত এই ইনিংস খেলার পথে অনন্য এক রেকর্ডও গড়েছেন। ১১ টেস্টের ২০ ইনিংসেই ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক। এটি যৌথভাবে কোনো পাকিস্তানি ব্যাটারের টেস্টে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড। ১৯৫৯ সালে ১১ ম্যাচে ২০ ইনিংসে ১ হাজার পূর্ণ করেন সাইদ আহমেদ। ৬৫ বছর পর এবার সেই কীর্তিতে ভাগ বসালেন শাকিল। 

রাওয়ালপিন্ডিতে এখন বৃষ্টির সময়। তাইতো প্রথম টেস্টেই সেটি টের পেল বাংলাদেশ দল। বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর খেলা শুরু হয়। শেষটাতে এসে আলোকস্বল্পতা ৭ ওভার আগেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে প্রথমদিনই ২টি করে উইকেট নেন হাসান ও শরিফুল। উইকেটহীন থাকলেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪ (শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ২/৩০, হাসান ২/৩৩) *১ম দিন শেষে