করোনা তহবিলে শ্রীলঙ্কা ক্রিকেটের ২৫ মিলিয়ন রুপি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতির হাতে চেক তুলে দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির হাতে চেক তুলে দিচ্ছেন বোর্ড প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও। প্রতিরোধের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। গড়েছে কোভিড-১৯ স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা তহবিল।

করোনা যুদ্ধে লঙ্কান সরকারের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের কাছে ২৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপির চেক জমা দিয়েছেন এসএলসির প্রেসিডেন্ট শাম্মি সিলভা। এক টুইট বার্তায় খবরটা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।

বিজ্ঞাপন

চেক জমা দেওয়ার সময় এসএলসির প্রেসিডেন্ট শাম্মি সিলভার সঙ্গে ছিলেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। শিক্ষা, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী দুলাস আলাহাপপেরুমাও এসময় উপস্থিত ছিলেন।

শ্রীলঙ্কায় ধীরে ধীরে বিস্তার লাভ করছে করোনাভাইরাস। এখনো পর্যন্ত ১৯৭জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪জন। আর মারা গেছেন মাত্র ৭জন।

বিজ্ঞাপন