ধন্যবাদ তামিম ইকবাল, দ্য রিয়েল এন্টারটেইনার!



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
লাইভ টক শো দিয়ে ভক্তদের মাতিয়ে রাখলেন তামিম ইকবাল

লাইভ টক শো দিয়ে ভক্তদের মাতিয়ে রাখলেন তামিম ইকবাল

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট শুধু মাঠের ২২ গজের খেলা নয়। মাঠের বৃত্তের বাইরেও ক্রিকেট জিততে পারে, জেতাতে পারে-ক্রিকেটীয় সেই জয়গান তামিম ইকবাল গাইলেন; এবং গাইলেন একেবারে গলা ছেড়ে! অভূতপূর্ব সেই ক্রিকেট আনন্দের কোরাসে সুর মেলালেন আরো অনেকে। নামগুলো শুনি, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর আমাদের মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম এমনকি হালে প্রায় আড়ালে চলে যাওয়া নাসির হোসেন পর্যন্ত ২২ গজের চিরচেনা ক্রিকেটের বাইরে এসে অনলাইন আড্ডায় যে ‘ম্যাচ’ খেললেন সেই আনন্দ শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয়ের চেয়ে কোনো অংশে কম নয়!

আইসিসি ট্রফি জয়ের সুখ-আনন্দের নষ্টালজিয়া সরবে আরেকবার জানিয়ে গেল-নকশি কাঁথার মতো ক্রিকেটও আমাদের চিরকালীন গর্ব ও ঐতিহ্যের অংশ।

করোনাকালের এই সময়টায় মাঠে কোনো ক্রিকেট নেই। খেলাধুলা নেই। ব্যক্তিগত টিকটকে আর কাঁহাতক ভালো লাগে। স্থগিত এবং স্থবির ক্রিকেটের এই সময়টায় তামিম ইকবাল ১২ দিন ফেসবুক লাইভে এসে তার প্রিয় ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বকে যে ক্রিকেট আনন্দ দিলেন সেই ইনিংসের অন্য নাম-দ্য রিয়েল এন্টারটেইনার!

তামিম ও সঙ্গী-সতীর্থদের এই ক্রিকেট আড্ডা আমাদের উপহার দিল নির্ভেজাল আনন্দ। করোনাকালের এই সময়টায় টিভি খুললেই রোজ শুধু মৃতদেহের সংখ্যা গোনার খবর। চারপাশে দুঃখগাঁথা। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ধাক্কা খাওয়ার এই সময়টায় মানুষকে কিভাবে সামান্য আনন্দ দেওয়া যায়- সেই পরিকল্পনা করতে বসে তামিম ইকবাল তার চিন্তার দিগন্ত প্রসারিত করলেন বৃত্তের বাইরে। ক্রিকেটকে নিয়ে গেলেন তিনি মাঠের বাইরে, মোবাইলের স্ক্রিনে! ফেসবুক লাইভে তার এই পুরোটা সময় জুড়ে আলোচনা-আড্ডায় ক্রিকেট থাকল, কিন্তু ভিন্ন ফরমেটে।

ক্রিকেট আলোচনাও যে এত জমাট উপভোগ্য হতে পারে- তামিমের ইউটিউব চ্যানেল আমাদের তাই জানাল। তামিম শো’র প্রতিটি আড্ডা, খুনসুটি, আনন্দযোগে খোঁচাখুঁচি, ড্রেসিংরুমের বহু না বলা কথা, নির্ভেজাল বন্ধুত্ব, অনেকের অনেক গোপন গল্পের রহস্য ফাঁস, ক্রমশ একটি বড় পরিবার হয়ে উঠা ক্রিকেট দলের এই গল্পে বাংলাদেশ ক্রিকেটের চিরকালীন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রাণোচ্ছল উপস্থিতি, তাকে ঘিরে থাকা অদ্ভুত এক মায়ায় আচ্ছন্ন ক্রিকেট দল-আমাদের আরেকবার জানাল, বাংলাদেশ মাঠের ক্রিকেটে হয়তো অনেক বেশি ম্যাচ জিতেনি কিন্তু মাশরাফির এই সময়ের ক্রিকেট দলটি আনন্দময় জীবন জেতার রসদ ঠিকই পেয়ে গেছে। এই দলের ক্রিকেটাররা জানেন এবং মানেন-একাকী নয়, সবাইকে নিয়েই বাঁচতে হয়। আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সেই সুখ সার্বজনীনতার পাখা মেলে।

আর তাই মুশফিক-সাকিব তার প্রিয় ব্যাট নিলামে তুলছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। ১৮ বছর ধরে কব্জিতে লেপ্টে থাকা প্রিয় ব্রেসলেটের মায়া ভুলছেন মাশরাফি নিরন্ন মানুষের সুখ ফিরিয়ে দিতে। নাগিন ডান্সের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু রোজ নিজ হাতে খাবার প্যাকেট বিতরণ করছেন সঞ্চয় ভেঙ্গে। নিরবে দুঃখী মানুষের পাশে এসে কাঁধে হাত রাখছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিক রহিম, রুবেল হোসেন। পাঁচ কেজি চালের প্যাকেট হাতে পাওয়ার পর অসহায় মানুষের চোখে স্বস্তির আনন্দাশ্রু দেখে নাঈমুর রহমান দুর্জয়ও চোখের কোণ মুছেন; মাঠের বাইরের ক্রিকেটও তাহলে ঠিকই জেতায়- মনকে, মানুষকে, মনুষ্যত্বকে!

করোনাকালের কঠিন এই সময়টায় বৃত্তের বাইরের ক্রিকেট আনন্দের সেই অমূল্য অংশ তামিম ইকবাল আমাদের সবার মাঝেই ছড়িয়ে দিলেন।

ধন্যবাদ ওয়ানডে অধিনায়ক!

   

ফুটবল-হকি চায় বাংলাদেশ, আর্জেন্টিনার আগ্রহ ক্রিকেট-কাবাডিতে



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা। আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এই কূটনীতিক।

সৌজন্য সাক্ষাৎ শেষে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেয়ার পাশাপাশি ফুটবল এবং হকিতে আর্জেন্টিনার সাহায্য প্রত্যাশী। বিশেষ করে ফুটবলে জোর দিয়েছেন মন্ত্রী পাপন, ‘ফুটবলে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। সব ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’

আর্জেন্টিনা রাষ্ট্রদূত মারসেলো সি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সমঝোতা স্বাক্ষরের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সভা। অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ফুটবল সেখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা ক্রিকেট ও হকিতে এগুতে চাই সেটাও জানিয়েছি।’ এক বছর আগে সমঝোতা স্বাক্ষর হলেও তেমন কার্যকরী পদক্ষেপ না হওয়ার কারণ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দিকেই নির্বাচন ছিল। আমরা এখন দুই দেশ ক্রীড়ার মাধ্যমে আরো কাছাকাছি আসতে চাই।’

;

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৮জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। 

উল্লেখ্য বাংলাশে স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২১শে এপ্রিল ২০২৪, রোববার বেলা সাড়ে ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর “কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্ত নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার।

মনোনয়ন তালিকা 

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত)

নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট)
ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)
রাকিব হোসেন (ফুটবল)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড

নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট)
ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)
শেখ মোরসালিন (ফুটবল)
ফারজানা হক পিংকি (ক্রিকেট)
বর্ষসেরা পুরুষ ক্রিকেটার : নাজমুল হোসেন শান্ত
বর্ষসেরা নারী ক্রিকেটার : ফারজানা হক পিংকি
বর্ষসেরা ফুটবলার : রাকিব হোসেন
বর্ষসেরা অ্যাথলেট : ইমরানুর রহমান
সেরা বক্সার : সেলিম হোসেন
সেরা শুটার : কামরুন নাহার কলি
সেরা টেবিল টেনিস খেলোয়াড় : রামহিম লিয়ন বম
উদীয়মান ক্রীড়াবিদ : শেখ মোরসালিন (ফুটবল)
বর্ষসেরা দল : অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
সক্রিয় সংস্থা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
বর্ষসেরা কোচ : আলফাজ আহমেদ
বিশেষ সম্মাননা : মনজুর হোসেন মালু
তৃণমূল সংগঠক : মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন)
সেরা সংগঠক : হাবিবুর রহমান (কাবাডি)

;

মুশফিকদের কাছে গাজী টায়ার্সের অসহায় আত্মসমর্পণ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব ছেড়েছেন তামিম ইকবাল। নতুন অধিনায়ক জাকির হাসানের নেতৃত্ব শেষ রাউন্ডের ম্যাচে গাজী টায়ার্সের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। এই ম্যাচ ১৪১ রানে জিতে ডিপিএলের প্রথম ধাপ শেষ করেছে প্রাইম ব্যাংক।

ফতুল্লার খানসাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রাইম বাংককে ব্যাটিং পাঠায় গাজী টায়ার্স। নেতৃত্ব ছাড়ার পর প্রথম ম্যাচে অবশ্য ২০ রানের বেশি করতে পারেননি তামিম। তবে প্রাইম ব্যাংকের অন্য অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ছিলেন দারুণ ছন্দে। ব্যাট হাতে দলকে নির্ভরতা জুগিয়ে ৭১ রান করেন তিনি। ৬৯ বলে ৫ চার এবং ১ ছক্কায় ইনিংস সাজান এই উইকেটকিপার-ব্যাটার।

মুশফিকের ফিফটিতে চড়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৯ রান পর্যন্ত পৌঁছায় প্রাইম ব্যাংক। গাজী টায়ার্সের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন শামিম মিয়া।

জবাব দিতে নেমে শেখ মাহেদীর ঘূর্ণিতে মুখ থুবড়ে পড়েছে গাজী টায়ার্স। ২৪ রানে ৪ উইকেট নিয়ে তাদের ম্যাচ  থেকে ছিটকে দিয়েছেন এই অফব্রেক বোলার। তাতে ৩২.২ ওভারে ১২৮ রানেই অলআউট হয়ে যায় গাজী টায়ার্স।

;

‘সবার আগে দেশ’, মুস্তাফিজ ইস্যুতে সুজনের বার্তা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে আলোচনা থামছেই না। আগামী মে মাসে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের জন্য মুস্তাফিজকে ১ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। কিন্তু দেশের ক্রিকেটে এখন হট টপিক হচ্ছে, জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে ফিরিয়ে আনা ঠিক নাকি তাকে আইপিএলে খেলা চালিয়ে যেতে দেয়াতেই তার এবং দেশের মঙ্গল, এই প্রশ্ন।

আকরাম খান, জালাল ইউনুসের মধ্যে একচোট কথার লড়াই হয়ে গেছে। জালাল ইউনুসের করা মন্তব্য ‘আইপিএলের খেলোয়াড়দের মুস্তাফিজের কাছ থেকে শেখার আছে’ নিয়ে খিল্লি করেছেন দেশের ক্রিকেটের অন্যতম শীর্ষ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

এবার মুস্তাফিজের আইপিএল খেলা ইস্যুতে মুখ খুলেছেন খালেদ মাহমুদ সুজনও। জালাল ইউনুসের সুরে সুর মিলিয়ে সুজন বলেছেন, ‘সবার আগে দেশ।’ আইপিএলের মাঝপথে জিম্বাবুয়ে সিরিজ খেলতে মুস্তাফিজকে ফেরানোর পক্ষেই এই সাবেক ক্রিকেটার ও কোচ।

কেন মুস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজে চাই-ই চাই বাংলাদেশের, এই প্রশ্নের জবাবও নিজের মতো করে দিয়েছেন সুজন, ‘মুস্তাফিজ পুরো আইপিএল খেলতে পারলে ভালো লাগত। জাতীয় দলের সিরিজ না থাকলে তো কোনো সমস্যা ছিল না। এখন অনেকে বলতে পারেন, নিউজিল্যান্ডের খেলোয়াড়রা দেশের সিরিজ থাকার পরও আইপিএলে খেলছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে মুস্তাফিজের মতো আমাদের ১০-১২ জন বোলার নেই।’

উল্লেখ্য, শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজকে আইপিএলের জন্য ছুটি দিলেও পরে তা একদিন বাড়িয়ে ১ মে পর্যন্ত করেছে বিসিবি। আইপিএলের চলতি মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। ৬ ম্যাচ থেকে ১০ উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের অন্যতম সেরা উইকেটশিকারি বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

;