করোনা: সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান গ্রামীণফোনের

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রাহকের মোবাইল ফোনে স্টে হোম বার্তা দিয়েছে গ্রামীণফোন, ছবি: সংগৃহীত

গ্রাহকের মোবাইল ফোনে স্টে হোম বার্তা দিয়েছে গ্রামীণফোন, ছবি: সংগৃহীত

সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এ সময় গ্রাহক, অংশীদার ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

রোববার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, প্রতিকূল ও অনিশ্চয়তার সময় গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতে, ঝুঁকি কমিয়ে আনতে এবং প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণে কাজ করছে।সচেতনতামূলক কাজের অংশ হিসেবে রোববার থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে ‘স্টে হোম’ নিয়ে বার্তা পেয়েছেন। বার্তাটি গ্রাহকের মোবাইল ফোনের সিগন্যাল বারের পাশেই রয়েছে। এই ছোটো কিন্তু কার্যকরী রিমাইন্ডারটি সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।

বিজ্ঞাপন
সিগন্যাল বারের পাশেই স্টে হোম নিয়ে বার্তা

প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন্স মুহাম্মদ হাসান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রামীণফোন এরই মধ্যে কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের ওপর জোর দিয়েছে।

উল্লেখ্য, গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭৬ মিলিয়নেরও বেশি।

বিজ্ঞাপন