হাইওয়েতে হাতির অভিনব চাঁদাবাজি!

  • ফটো ও স্টোরি: সৈয়দ মেহেদী হাসান, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

হাইওয়েতে হাতির অভিনব চাঁদাবাজি-ছবি: সৈয়দ মেহেদী হাসান

হাইওয়েতে হাতির অভিনব চাঁদাবাজি-ছবি: সৈয়দ মেহেদী হাসান

ঢাকার আশুলিয়ার ব্যস্ত সড়ক। দ্রুত গতিতে ছুটে চলছে গাড়ি। হঠাৎ ছুটে চলা পরিবহনগুলো মাঝ রাস্তায় থামিয়ে দিচ্ছে একটি হাতি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/20/1537439217641.jpg

বিজ্ঞাপন

হাতির পিঠে সওয়ার এক যুবক। ঐ যুবকের ইশারায় হাতি তার শুঁড় বাড়িয়ে দিচ্ছে গাড়ির যাত্রী ও চালকের দিকে। দেখে মনে হতে পারে হাতি কিছু খুঁজছে। হাতি কিছু খুঁজছে না, যুবকের ইশারায় হাতিটি চাঁদা তুলছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/20/1537439240597.jpg

বিজ্ঞাপন

চাঁদার বিষয়টি বুঝতে যাত্রীদের অসুবিধা হলে হাতির পিঠে বসা যুবক তা বুঝিয়ে দিচ্ছেন। এ সময় দেখা গেল, চাঁদার পরিমাণ কম হলে হাতিটি তা গাড়ির ভিতর ছুঁড়ে মারছে। তাতে গাড়ির যাত্রীরাও আতংকে চাঁদার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/20/1537439262448.jpg

চাঁদা না দিয়ে পার হতে পারছে না ছোট বড় কোনো গাড়িই। ব্যক্তিগত গাড়ি থেকে বাস-ট্রাক সব ধরণের গাড়ি থেকেই চাঁদা আদায় করছে এই হাতি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/20/1537439374475.jpg

দ্রুত গতিতে চলা গাড়িগুলোকে রাস্তার মাঝপথে থামিয়ে দেওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। হাতির এই চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকরা তা এড়িয়ে যাওয়ার চেষ্টার কারণেও যে কোন মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।