নারায়ণগঞ্জের জালকুড়িতে তাজা শাকের মৌসুম শুরু

  • ছবি: সৈয়দ মেহেদী হাসান, স্টাফ ফটো করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের জালকুড়িতে তাজা শাকের মৌসুম শুরু- সৈয়দ মেহেদী হাসান

নারায়ণগঞ্জের জালকুড়িতে তাজা শাকের মৌসুম শুরু- সৈয়দ মেহেদী হাসান

বর্ষার পানি শুকিয়ে যাওয়ায় নারায়ণগঞ্জের জালকুড়িতে কৃষকরা জমিতে শাক-সবজির চাষ শুরু করেছেন।

অনেক চাষী আবার ইতোমধ্যে বিভিন্ন ধরণের শাক তোলা শুরুও করেছেন। শরতের রৌদ্রোজ্জ্বল সকালে লালশাক, পাটশাক তুলতে ব্যস্ত কৃষকরা।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/21/1537532360354.jpg

এক সময়কার প্রাচ্যের ডান্ডি খ্যাত নগর নারায়ণগঞ্জের শহুরে ব্যস্ততার কোন ছাপ নেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এই জালকুড়ি গ্রামে। সহজ-সরল গ্রামীণ মানুষের পথচলায় মুখরিত প্রাণোজ্জ্বল চিরায়ত এ গ্রাম।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/21/1537532393654.jpg

ফসলি জমির পাশে নিঁচু জলাভূমিতে এখনও সামান্য পরিমাণে বর্ষার পানি আটকে আছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/21/1537532411296.jpg

সেখানে কাদামাটিতে একাকার হয়ে মাছ ধরায় ব্যস্ত শিশু-কিশোর থেকে বৃদ্ধরা। তাদের চোখে মুখে এক অন্যরকম আনন্দ লক্ষ্য করা যায়। এ সময় শিং, কই, শোল সহ আরও নানান জাতের মাছ ধরা পড়ে তাদের হাতে।