যশোরে অসহায়দের জন্য শীত নিবারণ বৃক্ষ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। জনাকীর্ণ এ এলাকায় একটি বৃক্ষ স্থাপন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে শীত নিবারণ বৃক্ষ। এ বৃক্ষে ফল নয়, ঝুলে আছে অসংখ্য শীতের কাপড়। গরীব মানুষরা বিনামূল্যে তাদের প্রয়োজন মতো দেখেশুনে পছন্দের শীতের পোশাকটি গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছেন।

শীতের শুরুতেই দরিদ্র অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন বনিফেস নামের একটি ফেসবুক গ্রুপের সদস্যরা। গ্রুপের অন্যতম সদস্য সিরাজুল ইসলাম মৃধা বলেন, ‘সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থাগুলো যখন দরিদ্রদের মধ্যে শীতের পোশাক বিতরণ শুরু করে, তখন আর শীত থাকে না। তাই আমাদের ফেসবুক গ্রুপের সদস্যরা শীতের শুরুতেই এ উদ্যোগ নিয়েছি একটু ভিন্নভাবে। আমাদের গ্রুপে ৩০ জন সদস্য আছেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রথম পর্যায়ে আমরা নিজেরাই নিজেদের পুরনো শীতের পোশাক একস্থানে করেছি। এরপর দড়াটানা চত্বরে একটি প্রতীকী বৃক্ষ স্থাপন করে তাতে পোশাকগুলো পর্যায়ক্রমে ঝুলিয়ে দিচ্ছি। দরিদ্র অসহায় মানুষরা সেখান থেকে নিজেদের মাপ ও প্রয়োজন অনুযায়ী পোশাক দেখেশুনে বিনামূল্যে নিয়ে যাচ্ছেন।’

সিরাজুল ইসলাম মৃধা বলেন, ‘গত মাসে আমাদের এই কার্যক্রম উদ্বোধন করেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এক মাস ধরে সারা দিনই এই গাছে পোশাক ঝোলানো থাকবে। শুধু নিজেদের পোশাক দিয়ে আমরা একমাস এই কার্যক্রম চালাতে পারব না। তাই আমরা সবাইকে আহ্বান করছি, যে কেউ ইচ্ছা করলে তাদের পুরনো অপ্রয়োজনীয় পোশাক এই গাছে রেখে যেতে পারবেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গাছের ওপরে একটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে। ব্যস্ততার কারণে কেউ যদি তাদের পুরনো পোশাক এখানে দেওয়ার সময় না পান, তাহলে ওই ফোন নম্বরে রিং করলে আমরা তার বাড়ি থেকে পোশাক নিয়ে আসার ব্যবস্থা করব।’

এ উদ্যোগের সঙ্গে সিরাজুল ইসলাম মৃধা ছাড়াও বেলাল হোসেন বনি, তাইজুল হোসেন তাজ, রাজু আহমেদ ও তানভির আহমেদ জুয়েলসহ অন্তত ৩০ জন রয়েছেন।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, অনেকগুলো কাপড় সেখানে ঝোলানো রয়েছে। নিচে রয়েছে আরও অনেক কাপড়-চোপড়। এ সময় এক বৃদ্ধকে তার প্রয়োজনীয় কাপড় খুঁজতে দেখা যায়।

আসলাম হোসেন ওই বৃদ্ধের সাথে কথা বলে জানা যায়, তিনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন। তার পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতের কাপড় নিয়ে যাচ্ছেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ এই বৃক্ষটি চোখে পড়লে এগিয়ে এসে জানতে পারেন বিনামূল্যে কাপড় নেওয়ার ব্যবস্থা রয়েছে।

বনিফেস গ্রুপের অন্যতম সদস্য আসাদুজ্জামান শাওন বলেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যশোরে আমারাই প্রথম এই কাজটি করছি। এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে সহজেই শীতের কাপড় গ্রহণ ও বিতরণ হচ্ছে। পাশাপাশি মানুষকে শৃঙ্খলা শিক্ষা দেবে এ উদ্যোগ।’