‘গর্বিত বাংলাদেশী’ কবে হচ্ছে?

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

নগরবাউল জেমস, মাকসুদ ও ঢাকা, ব্যান্ড আর্টসেল এবং পপস্টার মেহরীন মাতাবেন মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠ।


কনসার্টটি হওয়ার কথা ছিল আগামীকাল।

বিজ্ঞাপন

কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পাল্টাতে বাধ্য হয়েছে কতৃপক্ষ।

‘গর্বিত বাংলাদেশী’ নামক এই কনসার্টটির আয়োজক আইআরবি ইভেন্ট লিমিটেড

বিজ্ঞাপন

তারা বলছে-

পূর্বঘোষিত তারিখ অনুযায়ী ২৭ জুলাই ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘গর্বিত বাংলাদেশি’ শিরোনামে লাইভ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ায় সার্বিক অবস্থা বিবেচেনা করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি

/uploads/files/udTYh55a3mSXKo7AXJrPRHtT4uw7IxmaErqQYZOv.jpeg

কনসার্টটি আবার কবে হবে, এই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি আইআরবি।


তারা বলছে-

প্রাথমিক ভাবে আগস্ট এর ১০ তারিখ ঠিক করা হয়েছে। সঠিক তারিখটি কয়েকদিনের মধ্যে আমাদের ফেসবুক পেজে দিয়ে দেয়া হবে।

কনসার্টটির সহযোগিতায় থাকছে ক্রীড়া মন্ত্রনালয়।

কনসার্টে গান-বাজনা ছাড়াও দেখানো হবে বর্তমান সরকারের সফলতা নিয়ে তথ্যচিত্র।

সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের বিগত দিনের সাফল্যগুলোও তুলে ধরা হবে।


নির্ধারিত নতুন এই তারিখে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত পুরো মাঠ এবং আশপাশের মানুষ ভাসতে থাকবে সুরের মোহনায়।


মাঠে প্রবেশের জন্য গেট খোলা হবে দুপুর দুইটায়।

/uploads/files/vyLXKFKFe0hJznJu94I9knvnXLoQaambifUfT4br.jpeg

ইতোমধ্যে যারা অগ্রিম টিকিট কিনেছেন কনসার্টের জন্য, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আইআরবি ইভেন্ট লিমিটেড।


তারা বলছে-

ইতোমধ্যে যারা কনসার্টের অগ্রিম টিকিট ক্রয় করে রেখেছেন তারা পরবর্তী তারিখে আয়োজিত কনসার্টে আগের টিকিট দিয়েই প্রবেশ করতে পারবেন। টিকিট বা কনসার্ট সংক্রান্ত যেকোনো বিষয়ে কল করুন আইআরবি ইভেন্ট লিমিটেডের অফিসিয়াল নাম্বার: 02-48810359 অথবা 01911-842230।

‘গর্বিত বাংলাদেশী’ কনসার্টের তারিখ পাল্টে ফেলতে হয়েছে বলে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

এই বিষয়টি নিয়ে সকলকে কোনো ধরণের বিভ্রান্তিতে না পড়ার অনুরোধও করা হয়েছে।


আরও পড়ুনঃ


টুম্পার ‘দুঃখবন্ধু’ কবির বকুল?

কেমন আছেন মিতা হক?

মিডিয়ার কাজে নিষেধাজ্ঞা নেই শ্বশুরবাড়ি থেকে

পাঁচ বছর পর একসঙ্গে

উত্তম কুমার: এক্সট্রা থেকে মহানায়ক