পনের মিনিটেই পনীর কাবাব

  • ফাওজিয়া ফারহাত অনীকা, স্টাফ করেসপন্ডেন্ট, লাইফস্টাইল
  • |
  • Font increase
  • Font Decrease

পনীর কাবাব। ছবি: সংগৃহীত

পনীর কাবাব। ছবি: সংগৃহীত

এমনিতেই শীতকাল, তার উপরে বৃষ্টিপাত।

এমন হিম হিম আবহাওয়ায় প্রয়োজন ভিন্ন রেসিপিতে তৈরি চটপটে, মজাদার এবং অল্প সময়ে তৈরি করা যাবে এমন খাবার। এটা মানতেই হবে, আলু ও পনীর যেকোন খাবারের স্বাদকেই বাড়িয়ে দেয় অনেকটা। এই দুইটি উপাদানকে একত্রে কোন খাবার তৈরি করা হলে কেমন হয় বলুন তো?

কেমন হয় সেটা কিন্তু আজকের রেসিপি দেখে নিজেই তৈরি করে দেখে নিতে পারবেন। মাত্র পনের মিনিটেই তৈরি করা যাবে চমৎকার এই পনীর কাবাবটি।  

বিজ্ঞাপন

পনীর কাবাব তৈরিতে যা লাগবে

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/17/1545045380288.jpg

১. ২০০ গ্রাম পনীর (গ্রেটেড)।

বিজ্ঞাপন

২. ৪টি মাঝারি আকৃতির আলু।

৩. ১/৪ কাপ কিসমিস।

৪. ১ চা চামচ আদা কুঁচি।

৫. দেড় চা চামচ মরিচ বাটা।

৬. ২ টেবিল চামচ পুদিনা পাতা কুঁচি।

৭. ১ টেবিল চামচ ধনিয়া পাতা কুঁচি।

৮. ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া।

৯. ১ চা চামচ চাট মশলা।

১০. ১/২ চা চামচ গরম মশলা।

১১. দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার।

১২. স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া।

১৩. ভাজার জন্য পরিমাণমতো তেল।

পনীর কাবাব যেভাবে তৈরি করতে হবে

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/17/1545045400829.jpg

১. একটি বড় পাত্রে সিদ্ধ আলু ও গ্রেট করা পনীর নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। আলু ও পনীরে একে একে সকল মশলা দিয়ে পুনরায় মথে মিশিয়ে নিতে হবে।

২. লবণ ঝাল ঠিক আছে কিনা দেখে নিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেলে হাতের তালুই পরিমাণমতো মিশ্রণ নিয়ে কাবাবের আকৃতি দিতে হবে।

৩. কড়াইতে তেল মাঝারি তাপে গরম করে একে একে কাবাবগুলো দিয়ে দিতে হবে। উভয় পিঠ বাদামী করে ভেজে তুলে নিতে হবে।

কাবাব থেকে তেল ঝরানো হয়ে গেলে পছন্দসই চাটনি কিংবা সসের সঙ্গে পরিবেশন করতে হবে। 

আরো পড়ুন: পাউরুটি দিয়েই তৈরি হবে মজাদার রোল

আরো পড়ুন: সাবুদানার বড়ায় বিকেলের নাস্তা