নিউইয়র্কে দুই দিনব্যাপী একুশের গ্রন্থমেলা শুরু

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১৯৯২ সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও একুশের গ্রন্থমেলা আয়োজনের মাধ্যমে মুক্তধারা ফাউন্ডেশন বহির্বিশ্বে নব দিগন্তের সূচনা করে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জ্যাকসন হাইট্স এ দুই দিনব্যাপী একুশের গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ড. সেলিম জাহান উপরোক্ত বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে লন্ডন থেকে আগত বিশিষ্ট লেখক, সাংবাদিক শামীম আজাদ বলেন, আজ ব্রিটেন, জাপান, অষ্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় শহর গুলোতেও বইমেলা ছড়িয়ে পড়েছে। বাংদলাদেশের বাইরে সারা পৃথিবীতে বাংলা বইমেলা ছড়িয়ে দেওয়ার জন্য মুক্তধারা ফাউন্ডেশন ও বিশ্বজিত সাহা প্রাতস্মরণীয় হয়ে থাকবেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/24/1550995171315.jpg

বিজ্ঞাপন

আদনান সৈয়দের সঞ্চালনায় দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও প্রথম দিন প্রায় ৪০ জন প্রবাসে বসবাসরত লেখকের নতুন বইয়ের পরিচিতি অনুষ্ঠান হয়। সাংবাদিক লেখক হাসান ফেরদৌস, নিনি ওয়াহেদ, ফকির ইলিয়াস, মোহাম্মদ আলী সিদ্দিকীসহ ২০ জনের উপর প্রবাসী লেখক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ফকির ইলিয়াসের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।