৩ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ, নায়ক শান্তর নামে মামলা

, বিনোদন

md.nazrul | 2024-07-04 14:59:45

৩ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকাই সিনেমার নায়ক শান্ত খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চলচ্চিত্রে শান্তর অভিষেক ২০১৯ সালে। ২০২১ সালে তার অভিনীত ‘প্রেম চোর’, ‘টুঙ্গিপাড়ার মিয়াঁ ভাই’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। এছাড়া তিনি বুবুজান ও গ্যাংস্টার নামে আরও দুই সিনেমায় অভিনয় করেছেন। নায়ক শান্ত খান চাঁদপুরের আলোচিত বালুখেকো চেয়ারম্যান ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে।

বুধবার (৩ জুলাই) দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২)(ক) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক দুদক সূত্রে জানা যায়, অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে শান্ত খানের বিরুদ্ধে ২০২২ সাল থেকে অনুসন্ধান করছে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি দুর্নীতি দমন কমিশন হতে তার নামে ইস্যুকৃত মূল সম্পদ বিবরণী ফরম ও সম্পদ বিবরণী দাখিলের আদেশ গ্রহণ করলেও আদেশ মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী কমিশনে দাখিল করেননি। নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি চব্বিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকার সম্পদ অর্জন করেছেন। স্থাবর-অস্থাবর মিলিয়ে আসামির নামে ১৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকার সম্পদ অর্জনের তথ্যাদি পাওয়া যায়। এছাড়া ২০১৮-২০১৯ করবর্ষ হতে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ১৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

মো. শান্ত খানের পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ অর্জিত মোট সম্পদের পরিমাণ ১৬ কোটি ৮ লাখ ৫২ হাজার টাকা। অন্যদিকে অর্জিত সম্পদের বিপরীতে অনুসন্ধানকালে তার ১২ কোটি ৮৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা আয়ের উৎসের তথ্যাদি পাওয়া যায়। এক্ষেত্রে আসামি মো. শান্ত খানের আয় অপেক্ষা অতিরিক্ত সম্পদের পরিমান তিন কোটি চব্বিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা, যা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মৰ্মে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। 

এ সম্পর্কিত আরও খবর