তিশা’র ‘অতঃপর জয়া’

ও‌য়েব ও সি‌রিজ, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-09-01 18:20:22

নুসরাত ইমরোজ তিশা চলচ্চিত্র-নাটকে হরহামেশাই অভিনয় করছেন।

ওয়েব সিরিজে প্রথমবার তিনি।

নাম অতঃপর জয়া

পরিচালনায় আরিফুর রহমান।


গল্পটিহররঅথবাথ্রিলারধরনের


ভূতের রাজা প্রোডাকশন গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেডের নির্মাণ এই অতঃপর জয়া

তিশার চরিত্রটি গৃহিণীর।


এটি সামাজিক সচেতনতামূলক ওয়েব সিরিজ।


তিশা বলছেন-

ওয়েব সিরিজ আসলে কখনও করা হয়নি। প্রথমবারের মতো করলাম। অবশ্যই ভালো লেগেছে। এই কাজটা সামাজিক সচেতনতার ওপরে। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। গল্পটাও ভালো। কাজটাও ভালো হয়েছে। আমার চরিত্রের নাম জয়া। একজন গৃহিণীর চরিত্র। তবে খুবই মজার চরিত্র।


তিশার বিপরীতে ফজলুর রহমান বাবু। নির্মাতা আরিফুর রহমানের সঙ্গে এটাই তার প্রথম কাজ।


বাবু বলছেন-

এর আগে ওর সঙ্গে কাজ করা হয়নি; তবে বেশ উপভোগ করেছি।

গল্প যেমনঃ

একটি বাড়ির চিলেকোঠায় বাস করা এক দম্পতিকে ঘিরে সিরিজটির গল্প। সচেতনতামূলক হলেও গল্পটি এমনভাবে বলা হয়েছে, যাতে কখনোই মনে না হয় এটা সচেতনতামূলক সিরিজ। একটা নিরীক্ষাধর্মী কাজ করা হয়েছে। কিছুটা থ্রিলার ধাঁচের। সবচেয়ে মজার বিষয় হলো, এই সিরিজের দম্পতির দুই চরিত্র ছাড়া অন্য সবাইর ভূতের চরিত্র বলা যায়। বাকিটা জানতে হলে দেখতে হবে সিরিজটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে একটি বিড়ালও আছে।

সিরিজটিতে তিশা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে কাজী নওশাবা আহমেদ, আইনুন পুতুল, মোস্তফা প্রকাশ সহ অন্যান্যদের।

[তিশার ছবিঃ নূর]

আরও পড়ুনঃ

রাজীব-নীলার এক যুগ

দুইবোনের ক্ষুদ্র প্রয়াস

কেমন দেখতে মনোজদের অদ্ভুত বাড়ি?

ওয়েব দুনিয়ায় ভার্মার মাফিয়ারা

এ সম্পর্কিত আরও খবর