মধ্যবিত্তের সৌখিনতার স্বর্গরাজ্য দোয়েল চত্বর

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-24 22:15:14

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিশু একাডেমির সামনের রাস্তার ফুটপাত জড়ে এক নান্দনিক দৃশ্য পথচারীসহ অনেকেরই দৃষ্টি কাড়ে।

ফুটপাত ধরে সাজানো অনেক টং দোকানঘর। সেখানে থরে থরে সাজিয়ে রাখা ঘর সাজানোর উপকরণসহ নানান সৌখিন জিনিসপত্র। আছে মাটির তৈরি গয়না, পুতুল, কলমদানি, ফুলদানি, কানের দুল থেকে কাঠের তৈরি ছোটবড় হরেক রকমের ঘর সাজানোর জিনিস। এমনকী সেখানে বিভিন্ন চিত্রাংকন ফ্রেমে বাঁধাই করে রাখা।

এসব দেখতে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে মেয়েরা যেন এখানে এসে উপচে পড়েন নিজের জন্য কিংবা উপহার সামগ্রী কিনতে। সেইসঙ্গে শিশুসহ ঘরের গৃহিনী, কর্মজীবী নারী-পুরুষ থেকে সবাই এসে একবারও হলেও ঢুঁ মেরে যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে। এমনকী বাদ যান না বাংলাদেশে আসা বিদেশি পর্যটকেরাও!

দোয়েল চত্বরে সাজানো নানান পসরার দৃষ্টিনন্দন ও মনোগ্রাহী ছবিগুলি তুলেছেন বার্তা২৪.কমের ফটো এডিটর নূর-এ আলম।

ছবি : নূর-এ-আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের ফুটপাতে মাটি, পাটের তৈরি সৌখিন পসরা বসিয়েছেন এক দোকানি।

ছবি : নূর-এ-আলম

দোয়েল চত্বরের ফুটপাতের টং দোকান থেকে মাউথ অর্গান কিনে এক মা তার শিশু সন্তানকে উপহার হিসেবে দিচ্ছেন।

ছবি : নূর-এ-আলম

দোয়েল চত্বরে বিদেশি এক নারী পর্যটক টং দোকানের সাজানো বিভিন্ন পসরা অবাক চোখে নেড়েচেড়ে দেখছেন!

ছবি : নূর-এ-আলম

সপরিবারে এসে ছবি তোলার শখটি সামলাতে পারেনি ছোট্ট এই শিশু। তার আবদারে টং দোকানে সাজানো দৃষ্টিকাড়া তৈজসপত্রের সামনে মাথায় কৃষকের মাথাল মাথায় দিয়ে ছবি তুলে দিচ্ছেন শিশুটির বাবা। কী দারুন একটি দৃশ্য! সে দৃশ্য আলোকচিত্রী নূর-এ আলমের চোখও এড়িয়ে যায়নি।

ছবি : নূর-এ-আলম

দোয়েল চত্বরে ফুটপাতে সাজানো ফ্রেমে বাঁধাই বিভিন্ন ধরনের অংকন চিত্র ও বিভিন্ন ধরনের পসরা দেখছেন আগত নারী শিক্ষার্থীরা।

ছবি : নূর-এ-আলম

দোয়েল চত্বরে মন ভোলানো ঘর সাজানোর উপকরণ দেখে সংগ্রহ রাখার নেওয়ার ইচ্ছাকে দমন করতে পারেননি এই নারী। সঙ্গে থাকা পুরুষসঙ্গীর সঙ্গে আলোচনা করছেন কোথায় কীভাবে এ লাইটিং শেড সাজিয়ে রাখা যায়।

ছবি : নূর-এ-আলম

সৃজনশীল চিন্তাভাবনা থেকে বানানো দোয়েল চত্বরে সাজানো পসরা দেখতে ভিড় করেছেন নানান বয়সের নারী-পুরুষ।

ছবি : নূর-এ-আলম

দোয়েল চত্বরের টং দোকানের বিভিন্ন পসরা দেখার পর নিজের মনমতো এক পসরা কেনার জন্য দোকানে বলছেন উপস্থিত এক নারী।

ছবি : নূর-এ-আলম

 দোয়েল চত্বরে বাহারি ফুলে সাজানো টং দোকান। তাজা ফুলের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেকেই হাজির হয়ে ঘুরেফিরে সে ফুল দেখছেন।

ছবি : নূর-এ-আলম

 দোয়েল চত্বরের ফুটপাতে টং দোকানে সাজানো পালক দিয়ে তৈরি মনকাড়া পসরা।

ছবি : নূর-এ-আলম

দোয়েল চত্বরের ফুটপাতে টং দোকানে সাজানো দৃষ্টিনন্দন নানান ধরনের তৈজসপত্র।

ছবি : নূর-এ-আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন শিশু একাডেমির সামনের ফুটপাতে নানান পসরা নিয়ে সাজানো এক টং দোকান।

ছবি : নূর-এ-আলম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ফুটপাত জুড়ে সৌখিন সামগ্রীর টং দোকানের সারি।

 

এ সম্পর্কিত আরও খবর