দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার ১৫ মাসের কারাদণ্ড

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-05 12:41:44

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত।

প্রেসিডেন্ট থাকাকালীন দুর্নীতির তদন্তে আদালতে উপস্থিত হওয়ার আদেশ অমান্য করায় সাংবিধানিক আদালত মঙ্গলবার (২৯ জুন) এই রায় ঘোষণা করেছেন। খবর বিবিসির।

আত্মসমর্পণের জন্য তাকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট থাকাকালীন জুমা সরকারের বিরুদ্ধ ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেসময় দুর্নীতি, ঘুষ এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারের অপরাধে তদন্ত শুরু হয়। আর তদন্তে সহযোগিতার জন্য তাকে আদালতে উপস্থিত হতে বললে মাত্র একবার হাজিরা দেন তিনি। এছাড়া আদালতের নির্দেশ অমান্য করে আর হাজিরা দেননি সাবেক এই ক্ষমতাধর প্রেসিডেন্ট।

বিচারপতি রেমন্ড জোন্ডোর নেতৃত্বে গঠিত কমিশন জুমাকে আদালতে হাজির করতে সাংবিধানিক আদালতের হস্তক্ষেপ চায়। আদালত বলেছে, পাঁচ দিনের মধ্যে জুমা আত্মসমর্পণ না করলে পুলিশ মন্ত্রীকে অবশ্যই জুমাকে গ্রেফতারের আদাশে দিতে হবে। তবে তাকে প্রেফতার করা হবে কিনা এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এ সম্পর্কিত আরও খবর