চীন ও ভারতের ওপর বাণিজ্যে নিষেধাজ্ঞা জাপানের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-21 17:51:41

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য চীন, ভারত, কাজাখস্তান এবং উজবেকিস্তানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে দূরপ্রাচ্যের দেশ জাপান।

শুক্রবার (২১ জুন) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানি কোম্পানিগুলোকে পণ্য রপ্তানি করা নিষিদ্ধ করা হয়েছে; যার মধ্যে রয়েছে হংকং-ভিত্তিক এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এবং শেনজেনে অবস্থিত ইলুফা ইলেকট্রনিক্স লিমিটেড।

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া; এর দায়ে গত মাসে ওই দুই দেশের কিছু ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এর পরই শুক্রবার বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে দেশটি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অধীনে এশিয়ার অন্য যেকোনো সরকারের তুলনায় মস্কোর বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে গত বছর দেশটির হিরোশিমায় আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনের সময় কিশিদা ইউক্রেনকে সাহায্যের কথা জানান। 

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে রাশিয়াকে সহযোগিতার অভিযোগে চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ৩০০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর