ময়মনসিংহে সুরে সুরে নবী সা.-এর অবমাননার প্রতিবাদ

বিবিধ, ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 20:32:00

প্রায় পাঁচ ঘণ্টা গণ-অবস্থান এবং নবীর শানে নাত পরিবেশনের মধ্যদিয়ে ফ্রান্সে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ জানিয়েছে ময়মনসিংহের ইসলামি সাংস্কৃতিক সংগঠনগুলো।

শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিকেল ৩টায় শুরু হওয়া এ কর্মসূচি চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

এতে আবাবীল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, নবরবি সাংস্কৃতিক ফোরাম, হাবিবী শিল্পী গোষ্ঠী, অভিলাষ সাংস্কৃতিক সংগঠন, ঊর্ধ্বগগন শিল্পী গোষ্ঠী, সাউথ জামিল সাংস্কৃতিক পরিষদ, উত্তরণ সাংস্কৃতিক সংসদ, আলোর মিনার শিল্পী গোষ্ঠী, নবতরী শিল্পী গোষ্ঠী, সালসাবিল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা নাতে রাসূল পরিবেশন করেন। এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, আলেমেদ্বীনসহ পাঁচ শতাধিক নবীপ্রেমি তাওহিদি জনতা অংশ নেন।

ময়মনসিংহে সুরে সুরে নবী সা.-এর অবমাননার প্রতিবাদ, ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লার সভাপতিত্বে এবং অভিলাষ সাংস্কৃতিক সংগঠনের পরিচালক ও গণ-অবস্থান কর্মসূচির সমন্বয়ক দিল মাহমুদ সাব্বিরের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ্, কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, জেলা শাখার সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম হামিদী প্রমুখ।

সারাদেশে বিক্ষোভ: ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স মুসলমানদের চরম আঘাত দিয়েছে

ফ্রান্সের পণ্য বয়কটের আহবান সাভারের বিক্ষোভ থেকে

ফ্রান্সে নবী করিম সা.-এর অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

চরমোনাই পীরের আহ্বানে দলীয় ব্যানারবিহীন বিক্ষোভ

ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

রাসূল অবমাননার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

নবী করিম সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

মহানবীর অবমাননার প্রতিবাদ, মিছিলে মিছিলে উত্তাল খুলনা

এ সম্পর্কিত আরও খবর