নারায়ণগঞ্জে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-31 17:18:16

ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলরত যাত্রীবাহী একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের দুই নম্বর রেলক্রসিং অতিক্রমকালে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

ঘটনার পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনলাইন সচল করতে রেলওয়ের উদ্ধারকারি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা ট্রেনটি নারায়ণগঞ্জের দুই নম্বর রেল গেইট অতিক্রম করে এক নম্বর রেল গেইটের মাঝামাঝি অবস্থানে গিয়ে পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পরে। ভয় ও আতংকে ট্রেনের যাত্রীরা করে নেমে পড়েন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, প্রায় ছয় মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় রেললাইন ও ট্রেনের বগিগুলোতে ত্রুটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া সন্ধ্যার পূর্বেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর