এমপি আনার হত্যাকাণ্ডে থানায় মামলা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-05-22 20:54:56

ভারতের কলকাতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে শেরেবাংলা নগর থানায় নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহাদ আলী বলেন, মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত-পূর্বক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

জানা গেছে, নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌসের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতারকৃত তিন থেকে চারজনের নাম রয়েছে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এ সম্পর্কিত আরও খবর