বরগুনায় নেশাদ্রব্য মেশানো খাবার খেয়ে শিশুসহ অসুস্থ ৫

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2024-06-29 19:22:00

বরগুনার আমতলীতে দুর্বৃত্তদের খাদ্যে দেয়া নেশাজাতীয় খাবার খেয়ে পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন।

শুক্রবার (২৮ জুন) রাতে এঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার টেপুরা গ্রামের তুষার প্যাদা মোটরসাইকেল চালিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফিরে। ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অনেক ডাকাডাকির পরও কোন সাড়া শব্দম পাচ্ছিল না। পরে তিনি ঘরের দরজা ভেঙে দেখতে পান পরিবারের ৫ সদস্য সবাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি।

অসুস্থরা হলেন, পিয়ারা বেগম (৭০), রুবেল (৩০), মৌসুমী (২৫), লিমা (২৬) ও তাসমিম (১০)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি।

তুষার প্যাদা বলেন, রাতের আধারে দুর্বৃত্তরা ঘরের খাবারের সঙ্গে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে ঘরের সবাই অজ্ঞান হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, শনিবার সকালে ওই খাবার একটি বিড়াল খেয়েছে। বিড়ালটি অসুস্থ হয়ে পরেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, খাদ্যে নেশাজাতীয় খাবার খেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়েছে। তাদের যথাযথ চিকিৎসা দিয়েছি। তারা হাসপাতালে ভর্তি আছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বার্তা২৪.কম-কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর