জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় শেখ হাসিনার ভূমিকা বিশ্বে অন্যতম: পররাষ্ট্রমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-07-07 14:37:28

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বিশ্বে বাংলাদেশকে অন্যতম নেতৃত্বের আসনে আসীন করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘আন্তর্জাতিক পরিমন্ডলে জলবায়ু আলোচনায় বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ এর প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার নির্দেশে প্রণীত মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বিশ্বের অনেক দেশের জন্য উদাহরণ।

সেশনে উপস্থিত ছিলেন ১৭টি দেশ থেকে ৩৩ জন বিদেশিসহ মোট ৯৫ জন। তার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ৩৪ জন, যুগ্মসচিব ১৪ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ৬ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৬ জনসহ পুলিশের ডিআইজি ২ জন। সেশন শেষে সিভিল ও সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. হাছান মাহমুদ।

এ সম্পর্কিত আরও খবর