বৃষ্টিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচল শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:11:07

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের কাছে আগেই হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সফরকারী লঙ্কানরা। কিন্তু বৃষ্টি এসে তাদের বাঁচিয়ে দিয়েছে। 

নইলে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের তেতো স্বাদটা হজম করতে হতো শ্রীলঙ্কাকে। বৃষ্টিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ভেসে যাওয়ার আগে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ৪১.১ ওভারে মাত্র ১৬৬ রানে গুটিয়ে যায় ক্যাপ্টেন কুশল পেরেরার দল। প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং লাইন-আপ একাই ধসিয়ে দেন টম কারান।

ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮* রান করে অপরাজিত থেকে যান দাসুন শানাকা। সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙা ২০ ও ওশাদা ফার্নান্ডো ১৮ রান যোগ করেন।

ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে টম কারান একাই শিকার করেন ৪ উইকেটে। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও সিরিজ সেরা ডেভিড উইলি। 

পরে বৃষ্টির কারণে ব্যাট হাতে লক্ষ্য তাড়া করতে নামতে পারেনি ইংল্যান্ড। যে কারণে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বেঁচে যায় অতিথি লঙ্কান শিবির। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অবশ্য আগেই ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিক ইংলিশ শিবির। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে পণ্ড হলেও ইংল্যান্ডের সিরিজ জয়ে কোনো সমস্যা হয়নি।

এ সম্পর্কিত আরও খবর