সন্তুষ্ট নয় হাথুরু, বিপিএল তার কাছে সার্কাস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-25 15:25:39

দশম বর্ষে পদার্পণ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অথচ এখনও নিয়মিতই এই আয়োজন নিয়ে প্রশ্ন শুনতে হয় বিসিবি ও টুর্নামেন্ট আয়োজকদের। প্রায় প্রতিবছরই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগে তড়িঘড়ি করে প্লেয়ার্স ড্রাফট। এরপর টুর্নামেন্টে পরিস্থিতি বুঝে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো। সব মিলিয়ে বিপিএল যেন রঙ্গ মঞ্চ। আর যা নিয়ে প্রশ্নগুলোও পুরনো। সেই প্রশ্নই আরও একবার তুলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

সম্প্রতি ক্রিকেট-ভিত্তিক জনপ্রিয় ওয়েব সাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিপিএল আয়োজন নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানান। বলেন, ‘আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে হয়তো কিছুটা অবাক লাগছে কিন্তু আমি বিপিএল দেখে কখনো কখনো টিভির সুইচ বন্ধ করে দেই! এই টুর্নামেন্টে খেলা কিছু খেলোয়াড় মোটেও কোনো মানের নয়। এমন অকার্যকর টি-টোয়েন্টি পদ্ধতির বিষয় আমার অনেক কিছু বলার আছে।’

বিপিএলের মাঝ পথে বিদেশি ক্রিকেটারদের চলে যাওয়া ও অন্য লিগে খেলা প্রায় নিয়মিত ঘটনাই পরিণত হয়েছে। যা হাথুরুর কাছে এক কথায় সার্কাস মনে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই টুর্নামেন্ট নিয়ে আমাদের জন্য আমাদের বোর্ডের কিছু করার প্রয়োজন রয়েছে। এমনকি আইসিসির কিছু করার প্রয়োজন রয়েছে। কিছু বিধিবিধান অবশ্যই থাকা প্রয়োজন। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, দেখা গেল সে সঙ্গে সঙ্গে আরেকটা টুর্নামেন্ট খেলছে। এটা তো সার্কাসের মতো হয়ে গেল! খেলোয়াড়রা হয়তো সুযোগের কথা বলবে, কিন্তু সেটা ঠিক নয়। এমনভাবে চলতে থাকলে লোকে আগ্রহ হারিয়ে ফেলবে। আমিই তো আগ্রহ হারিয়ে ফেলেছি।’

এ সম্পর্কিত আরও খবর