সাকিবদের নৈপুণ্যে চাপে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-22 21:31:40

‘বড়’ সাকিব তথা, সাকিব আল হাসানের ঘূর্ণিতে খুলল ইনিংসের উইকেটের খাতা। এবার ‘ছোট’ সাকিব, অর্থাৎ তানজিম হাসান সাকিব সেটিকে বাড়ালেন। রোহিতের উইকেট তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম কোনো বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। পরে ইনিংসের নবম ওভারে তিন বলের মধ্যে কোহলি ও সূর্যকুমারকে ফেরান তানজিম সাকিব। 

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৩ উইকেটে ৮৩ রান তুলেছে ভারত। ২২ গজে এখন ব্যাট করছেন রিশাভ পান্ত ও অক্ষর প্যাটেল। 

অ্যান্টিগায় টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিনের বদলে এদিন একাদশে ফিরেছেন জাকের। ব্যাটিং এবং স্পিন আক্রমণ বাড়াতেই দলের এমন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তে অনেকটাই সফল শান্ত-সাকিবরা। 

ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ঝোড়ো গতিতেই রান তুলছিলেন দুই ওপেনার রোহিত ও কোহলি। তবে ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৩৯ রানের মাথায় সাকিবের লোয়ার লেন্থের এক ডেলিভারি উড়িয়ে মারতে গেলে কভার অঞ্চলে জাকের আলীর হাতে ক্যাচ দেন রোহিত। আর এতেই রেকর্ড বনে যান সাকিব। 

এদিকে রিশাভ পান্তকে নিয়ে আসরে রানে ফেরার দিনে দারুণ ছন্দে এগোচ্ছিলেন কোহলি। তবে নবম ওভারের প্রথম বলে তানজিমের এক স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হন এই ডানহাতি ব্যাটার। এর আগে করেন ২৮ বলে ৩৭ রান। পরে পিচে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যকুমার। তবে জবাব দিতে একদমই সময় নেননি তানজিম। পরের বলেই স্কাইকে দেখান সাজঘরের রাস্তা। 

এ সম্পর্কিত আরও খবর