কোহলির পর টি-টোয়েন্টিকে বিদায় বললেন রোহিতও 

  ক্রিকেট কার্নিভাল
  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১১ বছর ও পাঁচ ফাইনাল হারের পর শিরোপার আক্ষেপ ঘুচিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে গত রাতে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা উল্লাসে মাতে রোহিত শর্মার দল। সেখানে রানে ফেরার দিনে ৭৬ রান করে ম্যাচসেরার খেতাব পান বিরাট কোহলি। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায়ের।

বিজ্ঞাপন

দলের সঙ্গে শিরোপা উল্লাসের পর সংবাদ সম্মেলনে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোহলি পর তিনিও একই রাতে ঘোষণা দিলেন বিদায়ের। টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচটা হয়ে থাকল শিরোপা জয়ের, সেটিও আবার দলকে নেতৃত্ব দিয়ে। এমন বিদায়টাই যে চেয়েছিলেন রোহিত। আট মাস আগে আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের দুঃস্মৃতি ভুলে সাদা বলে এই ফরম্যাটে রাজার বেশে বিদায় নিলেন হিটম্যান খ্যাত এই তারকা ক্রিকেটার। 

‘ভারতের হয়ে এটিই ছিল আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।’ ম্যাচশেষে এই কথাটি ছিল বিরাট কোহলির। লম্বা সময় ধরে একই সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা রোহিতও খানিক বাদে মেলালেন একই সুর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমারও শেষ টি-টোয়েন্টি ছিল। এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এটাই চেয়েছিলাম, ট্রফিটা জিততে চেয়েছিলাম।’ 

বিজ্ঞাপন

টি-টোয়েন্টির এই ক্যারিয়ার নিয়ে রোহিত গর্ব করতেই পারেন। ডারবানে ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে তার। সেখান থেকে এই ১৭ বছরে জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে খেলেন ১৫৯টি ম্যাচ। সেখানে ৩২.০৫ গড় এবং ১৪০-ঊর্ধ্ব স্ট্রাইক রেটে করেন ৪ হাজার ২৩১ রান, যা এই ফরম্যাটের ক্রিকেটে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ। 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে সবগুলো আসর খেলে ৪৭ ম্যাচ রোহিত করেন ১ হাজার ২২০ রান। যা টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই জায়গায় শীর্ষে আছেন তারই সতীর্থ একই দিনে টি-টোয়েন্টিকে বিদায় বলা বিরাট কোহলি।