লাওতারোর জোড়া গোলে জিতল আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-30 08:43:16

পেরুর বিপক্ষে শেষ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। জোড়া গোল করে আর্জেন্টিনার এই জয়ের নায়ক বনে গেছেন লাওতারো মার্তিনেজ।

চোটের কারণে আজ লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিল আর্জেন্টিনা। নিষেধাজ্ঞার কারণে কোচ লিওনেল স্কালোনিকেও পায়নি আলবিসেলেস্তেরা। তবে লাওতারো তাদের অভাবটা বুঝতে দিলেন না মোটেও। 

মেসির ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘুরিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। শুরু থেকেই গড়েছে সুযোগের পরে সুযোগ। তবু প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটা। 

আর্জেন্টিনার গোলের অপেক্ষা শেষ হয় ৪৭ মিনিটে। দারুণ বিল্ড আপ শেষে আনহেল দি মারিয়ার পাস চলে যায় লাওতারো মার্তিনেজের কাছে। তিনি গোল করে ম্যাচের ৪৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর ৮৬ মিনিটে তিনি করেছেন দলের জয় নিশ্চিত করার গোলটাও। 

আর্জেন্টিনা আরও গোল পেতে পারত বটে। ৫৫ মিনিটে কর্নার থেকে নিকলাস তালিয়াফিকোর গোল বাতিল হয় ফাউলের কারণে। ৬৯ মিনিটে লিয়ান্দ্রো পারেদেস করেছেন পেনাল্টি মিস। 

এরপরও অবশ্য আকাশী-সাদারা হাসিমুখ নিয়েই ম্যাচটা শেষ করেছে। তিন ম্যাচে তিন জয় নিয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে।

এ সম্পর্কিত আরও খবর