কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, অপেক্ষায় ব্রাজিল

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-01 13:17:42

কোপার এই আসরে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গত ২৬ জুন চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখেই শেষ আটে উঠে যায় মেসি-ডি মারিয়ারা। তার ৫ দিন বাদে লিওনেল স্কালোনির দলটি পেয়ে গেল কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ দলও। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আলবিসেলেস্তেরা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। তবে এখনো শেষ আট ওঠার অপেক্ষাতেই পড়ে রয়েছে ব্রাজিল। 

কোপায় আজ (সোমবার) সকালে ‘বি’-গ্রুপের ম্যাচে মেক্সিকোকে আশাহত করে গোলশূন্য ব্যবধানের ড্রয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটে পৌঁছায় ইকুয়েডর। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি টেক্সাসের হিউস্টনে আগামী ৫ জুলাই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। 

এদিকে আজ সকালের আরেক ম্যাচে জ্যামাইকাকে ৩-০ ব্যবধানে উড়িয়েছে ভেনেজুয়েলা। শেষ আটে তারা লড়বে কানাডার বিপক্ষে।

শিরোপা ধরে রাখার মিশনটা আর্জেন্টিনা শুরু করেছে বেশ দাপটের সঙ্গেই। তবে চিরপ্রতিদ্বন্বী ব্রাজিলের এখনো নিশ্চিতই হয়নি শেষ আটের জায়গা। শিরোপা পুনরুদ্ধারের এই মিশনে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার কলম্বিয়ার বিপক্ষে লড়বে দরিভাল জুনিয়রের দলটি। আগের দুই ম্যাচে একটি ড্র ও জয়ে সেলেসাওদের পয়েন্ট ৪, আছে তালিকার দুইয়ে। এতেই শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিতে কলম্বিয়ার বিপক্ষে অন্তত ড্র করতেই হবে ব্রাজিলকে। তবে হারলেও অবশ্য সুযোগ থাকবে পরের রাউন্ডে ওঠার, সেক্ষেত্রে চেয়ে থাকতে হবে কোস্টা রিকা-প্যারাগুয়ের ম্যাচের দিকে।

এ সম্পর্কিত আরও খবর