ইউরোর সেরা একাদশে নেই রোনালদো-এমবাপে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-17 21:52:40

ইউরো-২০২৪ এর সেরা একাদশে জায়গা হলো না ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর। মজার ব্যাপার হলো এই একাদশে জায়গা হয়নি সোনার বুট জয়ী ইংল্যান্ডের হ্যারি কেনেরও।

এবারের ইউরোতে খেলা ফুটবলারদের মধ্যে বাছাই করে সেরা একাদশ ঘোষণা করল আয়োজক উয়েফা। যে একাদশে আছেন ইউরো জয়ী স্পেনের ছয় খেলোয়াড়। ফাইনালে খেলা ইংল্যান্ডের আছেন মাত্র একজন ফুটবলার। ফ্রান্সের দু’জন ফুটবলার এবং জার্মানি ও সুইজারল্যান্ডের আছেন একজন করে।

এবারের আসরে সোনার বুট জিতেছেন ছয় খেলোয়াড়। ইংল্যান্ডের হ্যারি ইউরোর সেরা একাদশে জায়গা না পেলেও জায়গা পেয়েছেন সোনার বুট জয়ী অলমো ও মুসিয়ালা। এবারের ইউরো কাপে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ইয়ামাল এবং সোনার বল জিতেছেন রদ্রি।

উয়েফার বেছে নেওয়া সেরা একাদশ-

গোলরক্ষক: মাইক মেইগনান (ফ্রান্স)
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া (স্পেন), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), কাইল ওয়াকার (ইংল্যান্ড)
মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ (স্পেন), দানি অলমো (স্পেন), রদ্রি (স্পেন), নিকো উইলিয়ামস (স্পেন)
ফরোয়ার্ড: জামাল মুসিয়ালা (জার্মানি), লামিনে ইয়ামাল (স্পেন)।

এ সম্পর্কিত আরও খবর