পরিসংখ্যানটা যেন ভারত ও বাংলাদেশকে ঘিরেই

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-07-25 20:20:19

বর্তমান বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনার পারদ যেন থাকে আকাশচুম্বী। হোক সেটা ক্রিকেট অথবা ফুটবলে, ছেলে কিংবা মেয়েদের লড়াইয়ে। বরং পুরুষ ক্রিকেটের তুলনায় মেয়েদের ক্ষেত্রেই যেন লড়াইটা দিন দিন রোমাঞ্চ বাড়িয়েই তুলছে। পারফর্মের পাশাপাশি পরিসংখ্যানটাও যেন সেকথাই বলে।

এশিয়া কাপের মঞ্চে আরও একবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মেয়েদের সেমিটাই যেন এখন ফাইনালের আগে আরেক ফাইনাল। ২০১৮ আসরে যাদের হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল জাহানারা-জ্যোতিরা, এবার তাদের বিপক্ষেই লড়াইটা করতে হবে ফাইনালের টিকিট পেতে হলে।

আগামীকাল (শুক্রবার) ডাম্বুলায় প্রথম সেমিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সেই ম্যাচে হারমানপ্রীত-মান্ধানাদের থামাতে পারলেই এশিয়া কাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে বাংলাদেশ।

দুই দশক আগে, ২০০৪ থেকে এখন পর্যন্ত নারী এশিয়া কাপে হয়ে গেছে আটটি আসর। যেখানে শিরোপা জয়ী দল কেবল দুটি। এই ভারত আর বাংলাদেশ। ২০১৮ আসর বাদে বাকি সাতটিতেই জিতেছে ভারত। এদিকে আটবারই ফাইনালে খেলেছে তারা, কেবল হেরেছে ওই একটিতেই বাংলাদেশের বিপক্ষে।

শর্টার ভার্সনে এই ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যেখানে তিন, বিপরীতে হারের সংখ্যা ১৯। তবে এই ম্যাচে যেই জিতুক আরও একবার নারী এশিয়া কাপের ফাইনাল এমনটাই হতে যাচ্ছে যেখানে ভারত কিংবা বাংলাদেশের মেয়েদের একটা দল থাকছেই।

এ সম্পর্কিত আরও খবর