না’গঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপনগর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান চাপায় মো.জামাল ও মো. মাসুদ নামের দুজন নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে গোপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যান ওই চালক।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, গোপনগর উত্তর মশিনাবন এলাকার মো. ভাসানী সরদারের ছেলে মো. জামাল ও ঢাকার কামরাঙ্গি চর এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. মাসুদ। উভয়ে সম্পর্কে ভায়রা ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জামাল একজন ইজিবাইক চালক ছিলেন। গত সপ্তাহে তার ভায়রা মাসুদ ও তার পরিবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসে জীবিকার তাগিদে। মাসুদ চেয়েছিল ইজিবাইক চালানো শিখতে। এ লক্ষ্যে সোমবার ভোরে তারা ইজিবাইক নিয়ে বের হন। এমন সময় একটি বেপরোয়া প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনায় জামাল ঘটনাস্থলেই মারা যান এবং মাসুদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’