প্রধান শিক্ষকের পদ ছেড়ে হলেন তারাকান্দা আ'লীগের সম্পাদক

  • স্টাফ করেসপন্ডেন্ট, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

বাবুল মিয়া সরকার, ছবি: সংগৃহীত

বাবুল মিয়া সরকার, ছবি: সংগৃহীত

প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিয়ে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন বাবুল মিয়া সরকার ওরফে বাবুল মাস্টার।

রোববার (২১ অক্টোবর) তারাকান্দার বঙ্গবন্ধু সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রদীপ কুমার চক্রবর্তী রণ ঠাকুর ও সাধারণ সম্পাদক হিসেবে বাবুল মিয়া সরকারের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের এমপি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের এমপি নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের এমপি রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা।

বিজ্ঞাপন

বাবুল মিয়া সরকার তারাকান্দা উপজেলার তারাকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। গত ১ অক্টোবর স্বেচ্ছায় তিনি চাকরি থেকে অবসরে চলে যান। এরপর থেকেই স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন চলছিল তারকান্দা আওয়ামী লীগের সম্মেলনে তিনি দলীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেতে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (২১ অক্টোবর) দুপুরে বাবুল মিয়া সরকার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘শিক্ষকতা পেশায় আসার আগে আশির দশকে আমি ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। শিক্ষকতা পেশায় আসার পর আমার ইচ্ছা ছিল জীবনের শেষ সময়ে আমি আবার রাজনীতিতে ফিরবো। তাই দলের প্রতি ভালোবাসা ও কর্মীদের ইচ্ছাতেই উপজেলা সাধারণ সম্পাদক হয়েছি।'

প্রসঙ্গত, ২০১৩ সালে ময়মনসিংহের ১৩তম উপজেলা ঘোষণা করা তারাকান্দাকে। এর আগে এটি ময়মনসিংহের ফুলপুর উপজেলার অন্তর্ভুক্ত তারাকান্দা ইউনিয়ন ছিল। প্রথমবারের মতো গতকাল রোববার আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।