নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর সদরের অশ্বদিয়া ইউনিয়নে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নাঈম (১৭)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নাঈমসহ এ দুর্ঘটনায় মোট তিন কিশোরের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

নিহতদের সবার বাড়ি অশ্বদিয়া ইউনিয়নের আয়ুবপুর গ্রামে। নিহতরা হলেন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাবেদ হোসেন, আবুল কালামের ছেলে মো. রিপন এবং আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম।

দুর্ঘটনায় একই গ্রামের তিন কিশোরের মৃত্যুর ঘটনায় আয়ুবপুর গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
দুর্ঘটনা ঘটানো ট্রাকটি পুলিশের হাতে জব্দ, ছবি: বার্তা২৪

জানা গেছে, রাতে কবিরহাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের দিকে যাওয়ার সময় অশ্বদিয়া ইউনিয়নের ওয়াপদা এলাকায় এলে ট্রাক ও যাত্রীবাহীর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে হলে তাৎক্ষনিকভাবে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।