বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলী (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সকাল ১১টার দিকে ৪৯ ব্যাটেলিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা স্বর্ণের চালানটি উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আটক পাচারকারী বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদ পাওয়া যায় সাদিপুর গ্রাম দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর বিওপি’র সদস্যরা সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ জিহাদকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য ৬৯ লাখ ৯৬ হাজার টাকা।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটক জিহাদ আলীকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।