করোনাভাইরাস: নাটোরে ৫ বেডের ‘আইসোলেশন ইউনিট' চালু
বাংলাদেশে করোনাভাইরাসনাটোর জেলায় করোনাভাইরাস মোকাবিলায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫ বেডের ‘আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি রেন্সপন্স টিম গঠন করা হয়েছে। এই বিশেষ টিম সম্ভাব্য রোগীদের সাথে যোগাযোগ রক্ষা করবে।
সোমবার (৯ মার্চ) বার্তা২৪.কমকে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন মিজানুর রহমান।
নাটোর জেলা সিভিল মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস মোকাবিলায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ৫টি বেড চালু করা হয়েছে। এছাড়া একদল বিশেষজ্ঞ সমগ্র জেলায় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। করোনা ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এজন্য জনসমাগম এড়িয়ে চলতে সকলকে পরামর্শ দেয়া হচ্ছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যে সদর হাসপাতালে আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে। বাহিরেও আলাদাভাবে একটি করোনা ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে। সেখানে চিকিৎসকসহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নাটোরবাসীর মধ্যে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। আমরা একটি সমন্বিত বৈঠকের মাধ্যমে সরকারি নির্দেশনার আলোকে বাকি কার্যক্রমগুলো গ্রহণ করব।