গাজীপুর থেকে ৪ জনকে কুয়েত মৈত্রীতে স্থানান্তর

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র

মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্র

গাজীপুরের পূবাইলে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে থাকা ইতালি ফেরত ৪৮ জনের মধ্যে চারজনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর কথা বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চারজনের শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদের সন্দেহ করা হচ্ছে। সবাই পুরুষ। জ্বর ছাড়া অন্য কোনও লক্ষণ তাদের শরীরে নেই। করোনার উপসর্গ তাদের শরীরে রয়েছে কিনা সেটি জানতেই তাদের সেখানে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জনকে এ হাসপাতালে আনা হয়।

বিজ্ঞাপন