ইতালি ফেরত আরো ৪ জন কুয়েত মৈত্রীতে
বাংলাদেশে করোনাভাইরাসগাজীপুরের পূবাইলে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সঙ্গরোধে (কোয়ারেন্টিন) থাকা আরও চারজন ইতালি ফেরত বাংলাদেশিকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দিনগত রাতে তাদের পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
তিনি বলেন, শরীরের তাপমাত্রা বেশি থাকায় অধিকতর পর্যবেক্ষণের জন্য তাদের সেখানে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় একই কারণে চারজনকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে ৮ জনকে সেখানে পাঠানো হলো। এখন মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৪০ জন প্রবাসী পর্যবেক্ষণে রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, শনিবার (১৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ জনকে এ হাসপাতালে আনা হয়।
তাদের দেখভালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন মেডিকেল অফিসার, দুজন সাব-এসিস্টেন্ট মেডিকেল অফিসার ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।