টঙ্গীতে যাত্রীবাহী বাসে ডাকাতি, আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া গাজীপুর পরিবহনের বাস, ছবি: বার্তা২৪.কম

আটক হওয়া গাজীপুর পরিবহনের বাস, ছবি: বার্তা২৪.কম

টঙ্গীতে গাজীপুর পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, বাস চালক ঝিনাইদহের মহেশপুর থানার মৃত আব্দুল লতিফের ছেলে মান্নান (৪৭) ও হেলপার ফরিদপুরের বোয়ালমারী থানার পাঞ্জু সরদারের ছেলে ইমরান (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে ২৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা গুলিস্তানগামী গাজীপুর পরিবহনের একটি বাস বাঁশপট্টি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি থামান চালক। এ সময় ৭-৮ জনের একটি ডাকাত দল দেশিও অস্ত্র নিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের আঘাতে ২ যাত্রী আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বাসের যাত্রীদের প্রায় ৪ লাখ টাকা ও মালামাল ডাকাতি করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ডাকাতিতে জড়িত সন্দেহে বাসের চালক ও হেলপারকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপ এখনই বলা সম্ভব নয়।