নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠান, জরিমানা ৫০ হাজার

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

সরকারি নির্দেশ অমান্য করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিয়ে অনুষ্ঠানের আয়োজন করে গণজমায়েত সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রমমাণ আদালতের নির্বাহী হাকিম মো. সোহেল রানা এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন, আবুল হোসেন। তিনি উপজেলার খারনৈ গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার আবুল হোসেন ঘটা করে তার মেয়ের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন। এমন সংবাদ পেয়ে ইউএনও মো. সোহেল রানা ওই বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।