গোপালগঞ্জে বিড়ির আগুনে ৬ ঘর পুড়ে ছাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

গোপালগঞ্জের কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাইরপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মিন্টু সরদার, লিটু সরদার, বেলায়েত শেখ ও লিয়াকত শেখ।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার জানান, সোমবার দুপুর পৌঁনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দুইটি বসতঘর, দুইটি রান্নাঘর ও দুইটি গোয়ালঘর পুড়ে যায়। এতে আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বাড়ির উঠানে রাখা কলাইয়ের স্তূপে কেউ বিড়ি খেয়ে ফেলে। সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন