নোয়াখালীতে ডাক্তার-নার্সদের পিপিই দিল এক দম্পতি

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ডাক্তার-নার্সদের পিপিই দিয়েছে এক দম্পতি

ডাক্তার-নার্সদের পিপিই দিয়েছে এক দম্পতি

নোয়াখালী জেনারেল হাসপাতাল ও মাইজদীর বেসরকারি হাসপাতালগুলোতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে এক দম্পতি।

সোমবার (৩০ মার্চ) ডা. আয়েশা মজুমদার ও প্রকৌশলী ওয়াহিদুর রহমান বাবলু দম্পত্তির হাত থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জন্য পিপিই সামগ্রী গ্রহণ করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

এরপর বিকেল সাড়ে ৩টায় নোয়াখালী পৌরসভার মেয়রের মাধ্যমে জেলা শহরের বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই সামগ্রী তুলে দেন ওই দম্পতি।