কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৭ যুবককে অর্থদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে ৭ যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে কাশিয়ানী থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৭ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ।

বিজ্ঞাপন

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, মোঃ আসাদ বিশ্বাস (২৬), মোঃ বাবুল বিশ্বাস (২৮), মোঃ সাদ্দাম শেখ (৩০), হাসানুর বিশ্বাস (২৬), আলামিন (২৬), মিন্টু বিশ্বাস (৩০) ও মোঃ কাশেম (৩০)। এদের সবার বাড়ি একই উপজেলার বরাশুর আদর্শ গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ জানান, ওই ৭ যুবক সরকারি নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে আড্ডা দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

অপরদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ী বাজারে ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স মল্লিক ট্রেডার্সের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফজুর রহমান।